জামালপুর , 22 এপ্রিল : পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি গ্রামের মানুষদের আপদে-বিপদে পাশে থাকার জন্যই গঠন করা হয়েছিল স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে প্রাক্তনী সংসদ । লকডাউনের সময় আঝাপুর স্কুলের সেই প্রাক্তনী সংসদের সদস্যরাই দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন । স্কুলের আশপাশের গ্রামগুলিতে পৌঁছে দিলেন খাবার । আর এই কাজে তাঁদের পরামর্শদাতা হিসেবে কাজ করছে সম্প্রতি কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা ওই স্কুলেরই আর এক প্রাক্তনী ।
স্কুলের আশপাশের গ্রামে দুস্থদের খাদ্যসামগ্রী বিলি প্রাক্তনীদের - জামালপুরের গ্রামগুলিতে খাবার পৌঁছে দিচ্ছেন আঝাপুর স্কুলের প্রাক্তনীরা
লকডাউনের সময় আঝাপুর স্কুলের প্রাক্তনীরা দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন । স্কুলের আশপাশের গ্রামগুলিতে পৌঁছে দিলেন খাবার । আর এই কাজে তাঁদের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রাক্তনী ডঃ প্রবুদ্ধ মুখার্জি ।
পূর্ব বর্ধমানের জামালপুর অঞ্চলে রয়েছে এই আঝাপুর হাইস্কুল । পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলির সাক্ষী রয়েছে এই স্কুল । আঝাপুর হাইস্কুলে আশপাশে কেন্না, দাদুর, কৈলাসপুর, পারিজাতনগর, মহেশডাঙা ক্যাম্প, আদমপুর, মশাগ্রাম ,ভেরিলি, কেরিলি-সহ বিভিন্ন গ্রাম থেকে পড়ুয়ারা আসে । লকডাউনের জেরে এই গ্রামের দুস্থদের খাবার জুটছে না । তাই তাদের সাহায্যে এগিয়ে এলেন এই স্কুলের প্রাক্তম ছাত্রদের নিয়ে গঠিত প্রাক্তনী সংসদ । গ্রামগুলির প্রায় 400 টি দুস্থ পরিবারের হাতে আলু, পেঁয়াজ, চিঁড়ে ,মুড়ি, ডাল, মাস্ক- সহ অন্যান্য জিনিস তুলে দেয় ।
স্কুলের শিক্ষক প্রতিনিধি অতনু মুখার্জি বলেন , "গ্রামে গ্রামে মানুষের পাশে দাঁড়াতে স্কুলের প্রাক্তনী প্রণয়, শৌভিক, দীপ্ত, রুমেলি, গোলাম, জিশু , রাকেশ, জয়, সানি, অভিজিৎ, চন্দন, নজরুল, অমিতরা পরিশ্রম করে চলেছেন । সবার পরামর্শদাতা হিসেবে কাজ করছেন স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমানে পেশায় ডাক্তার প্রবুদ্ধ মুখার্জি ।" গ্রামের কোনও মানুষের স্বাস্থ্য পরিষেবার দরকার হলে ফোনে পরামর্শ দিচ্ছেন প্রবুদ্ধ ।