পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rabiranjan Chattopadhyay : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় - Rabiranjan Chattopadhyay

২০২১ বিধানসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। মূলত বয়স ও অসুস্থতাজনিত কারণেই তিনি লড়বেন না বলে জানিয়েছিলেন।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়
Rabiranjan Chattopadhyay

By

Published : Nov 2, 2021, 10:26 PM IST

বর্ধমান, ২ নভেম্বর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন তিনি ৷ ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদেও। এককালে বামদুর্গ নামে খ্যাত বর্ধমানে তাঁর হাত ধরেই পরিবর্তন আসে। ২০১১ সালে তিনি সিপিএমের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনকে ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথম বার বিধায়ক নির্বাচিত হন। পরে রাজ্যের কারিগরী শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী হন তিনি। ২০১৬ সালে তিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন ওই কেন্দ্র থেকেই। কিন্তু আর মন্ত্রীত্ব পাননি তিনি ।

আরও পড়ুন : Trinamool Congress : উপনির্বাচনেও বাংলা সবুজ

২০২১ বিধানসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। মূলত বয়স ও অসুস্থতাজনিত কারণেই তিনি লড়বেন না বলে জানিয়েছিলেন। পরে তাঁকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়।

ABOUT THE AUTHOR

...view details