কাটোয়া, ১ এপ্রিল: দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার একটি মসজিদে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার পাঁচ বাসিন্দা । সম্প্রতি সামনে এসছে এই খবর । ওই পাঁচজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে । তাঁদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।
নিজ়ামউদ্দিনে ধর্মীয় সভায় যোগ দেওয়া কাটোয়ার 5 জনকে চিহ্নিত
দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার মসজিদে ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন কাটোয়ার পাঁচ বাসিন্দাও । তাঁদেরকে চিহ্নিত করা হয়েছে বলে জানালেন কাটোয়ার বিধায়ক । তাঁরা আপাতত দিল্লিতে সরকারি নজরদারিতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন তিনি ।
দেশে কোরোনা আতঙ্ক প্রায় একমাস ধরে । জারি রয়েছে লকডাউনও । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে কেন্দ্র-রাজ্য দুই সরকারের তরফেই । এদিকে মার্চের মাঝামাঝি দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার একটি মসজিদে ধর্মীয় সভার আয়োজন করা হয় ৷ সেই সভায় সমস্ত বাধা-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত হন কয়েক হাজার মানুষ । সভায় যোগ দেওয়া বিদেশি-সহ 40 জনের খোঁজ মেলে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ ওই অনুষ্ঠানে কাটোয়ার পাঁচ বাসিন্দারও যোগ দেওয়ার কথা সামনে আসে ।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "ওই পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে । এখন ওঁরা দিল্লিতে সরকারি নজরদারিতে আছেন । কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ওঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।"