পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুমন্ত অবস্থায় পরিবারের পাঁচ জনকে পিষে দিল লরি - বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকা

ঘটনাস্থানে পাঁচ জনের মৃত্যু হয় । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে যায় । ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয় । স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছে ৷

Five people died after a lorry hit
লরির ধাক্কায় মৃত্যু 2 শিশু সহ 5 জন

By

Published : Jan 1, 2020, 1:47 PM IST

বর্ধমান,1 জানুয়ারি : ঘুমন্ত অবস্থায় একটি পরিবারকে পিষে দিল একটি বালির লরি । ঘটনায় দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকায় । স্থানীয়রা ঘাতক লরি-সহ বেশ কিছু বালির লরিতে আগুন লাগিয়ে দেয় । বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

গতকাল রাতে শিকারপুর এলাকার ওই পরিবারটি নিজের বাড়িতে ঘুমাচ্ছিল । বাড়ির সামনের রাস্তা দিয়ে দিনে দুপুরে অবৈধভাবে বালির লরি চলাচল করে । গতকাল গভীর রাতে একটা বালির লরি ওই বাড়িতে গিয়ে ধাক্কা মারে । লরিটি ওই বাড়ি ভেঙে পাঁচজনকে জনকে পিষে দেয় ।

ঘটনাস্থানে পাঁচ জনের মৃত্যু হয় । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে যায় । ঘাতক গাড়িটিকে তারা আগুন ধরিয়ে দেয় । স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় অবৈধভাবে বালি পাচার চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details