পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা, বর্ধমানে মৃত 5 - road accident

মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ৷ আরেকজনের পরিচয় জানা যায়নি ৷

Road Accident
চারচাকা গাড়ির সঙ্গে ডাম্পারের ধাক্কা, বর্ধমানে মৃত পাঁচ

By

Published : Nov 5, 2021, 11:42 AM IST

Updated : Nov 5, 2021, 12:34 PM IST

বর্ধমান, 5 নভেম্বর : ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কামনাড়া এলাকায়। মৃতরা সকলেই মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর নাগাদ কলকাতা থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে মোট 11 জন যাত্রী ছিলেন। কামনাড়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : Kali Pujo-Firecracker : নিষেধাজ্ঞা সত্ত্বেও শব্দবাজির দাপট শহরে, জমা পড়ল অভিযোগও

মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, রাসেদ শেখ (60), সোনালী খাতুন (19), সায়েনুর খাতুন (17) এবং সায়ন শেখ (3) ৷ এরা প্রত্যেকে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে গাড়িটি চালাতে গিয়ে ঘুমে চোখ লেগে গিয়েছিল চালকের। তার ফলেই দুর্ঘটনাটি ঘটে।

Last Updated : Nov 5, 2021, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details