পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুদীপ্ত সেনের থেকে 80 কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল, বিস্ফোরক মনোজ নাগেল - মুকুল রায়

সুদীপ্ত সেনের কাছ থেকে আশি কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল রায় । বিস্ফোরক মন্তব্য করলেন সারদা মামলায় প্রথম গ্রেফতার হওয়া মনোজ নাগেল ৷

মনোজ নিগেল
মনোজ নাগেল

By

Published : Jul 10, 2021, 8:18 PM IST

Updated : Jul 10, 2021, 9:27 PM IST

বর্ধমান, 10 জুলাই : সুদীপ্ত সেন একজনকেই স্যার বলে সম্বোধন করতেন । তিনি হলেন মুকুল রায় । একদিন জোর করে সুদীপ্ত সেনের কাছ থেকে আশি কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল রায় । বিস্ফোরক মন্তব্য করলেন সারদা মামলায় প্রথম গ্রেফতার হওয়া মনোজ নাগেল ।

আজ একাধিক অভিযোগ করেন মনোজ নাগেল ৷ প্রশ্ন তোলেন সারদার কোটি কোটি টাকা আত্মসাতের পরও কীভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন মুকুল রায়? আজ তিনি বলেন, ‘‘সারদা মামলায় আমাকে প্রথম গ্রেফতার করা হয় । আমি মুখ্যমন্ত্রীর বাড়ি গেলাম । আমাকে মুকুল রায়ের সঙ্গে দেখা করতে বলা হল । রাজীব কুমার আমায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করল । আমি ভোটের পরে মুখ খুলছি ৷ কারণ, না হলে কথা উঠত রাজনীতি করার জন্য একথা বলছি ।’’

সারদার অন্যতম ডিরেক্টর মনোজ 2013 সালের 19 এপ্রিল গ্রেফতার হন ৷ তারপরই কাশ্মীর থেকে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। পুরানো ঘটনার কথা স্মরণ করে মনোজ আরও বলেন, ‘‘ সুদীপ্ত সেন আমার কাছে দুঃখ করে বলেছিলেন, তিনি গাড়ি করে 80 কোটি টাকা ক্যাশ নিয়ে দিল্লি গিয়েছিলেন । সেই টাকা তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে নিয়েছিলেন মুকুল রায় । আমি সিবিআই অফিসে সব জানিয়েছি । অথচ মুকুল রায় বাইরে ঘুরে বেড়াচ্ছে । প্রয়োজনে আমি গোপন জবানবন্দি দেব ৷ তবে যাঁরা এই ঘটনার সাক্ষী দেবে তাঁদের যেন নিরাপত্তা দেওয়া হয় । সারদা মামলা শেষ হওয়া উচিত ।’’

এরপরই নাগেল বলেন, ‘‘সুদীপ্ত সেন একজনকেই স্যার বলে সম্বোধন করতেন । তিনি হলেন মুকুল রায় । তিনি মহাগুরু । শুধুমাত্র একদিনে আশি কোটি টাকা নিয়েছিলেন । সারাবছর কত নিয়েছে তার হিসেব নেই । তিনি কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর আমি কিছু না করেই সব খুইয়ে বসে আছি । বাড়ি ঘর চালচুলো কিছুই নেই । এর তদন্ত হওয়া দরকার ।’’

মনোজ নাগেলের বিস্ফোরক দাবির পর আমাদের প্রতিনিধি যোগাযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায়ের সঙ্গে ৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি ৷ পরিষ্কার জানিয়ে দেন, এবিষয়ে তিনি কিছু বলবেন না ৷ এরপর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এই সারদা মামলায় তিনিও গ্রেফতার হয়েছিলেন ৷ কুণাল ঘোষ বলেন, ‘‘ সারদা মামলা এখন পুরোটাই বিচারাধীন ৷ তাই এই মুহূর্তে এই বিষয়ে কোনও মন্তব্য করা সমীচীন হবে না ৷’’

সারদা কাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া মনোজ নাগেলের বিস্ফোরক মন্তব্য

তবে পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ বলেন, ‘‘ এটা কোনও আশ্চর্যের বিষয়ই নয় ৷ মুকুল রায়ের না আছে গ্রহণযোগ্যতা, না আছে বিশ্বাসযোগ্যতা ৷ উনি মাঝখানে বিজেপিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের গুপ্তচর হয়ে ৷ তৃণমূলে থাকাকালীন তিনি ছিলেন পার্টির কালো টাকার ম্যানেজার ৷ শুধু সারদা কেন এই রকম একাধিক কেলেঙ্কারিতে যুক্ত উনি ৷’’

আরও পড়ুন :Heroin Seized in Delhi : দিল্লিতে আড়াই হাজার কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 4

তবে সত্যি মিথ্যা যাই হোক ৷ মনোজ নাগেলের এই বিস্ফোরক দাবির পর ফের অস্বস্তিতে রাজ্যের শাসক দল ও মুকুল রায় ৷ তাই এখন দেখার আগামি দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ৷

Last Updated : Jul 10, 2021, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details