বর্ধমান, 10 জুলাই : সুদীপ্ত সেন একজনকেই স্যার বলে সম্বোধন করতেন । তিনি হলেন মুকুল রায় । একদিন জোর করে সুদীপ্ত সেনের কাছ থেকে আশি কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল রায় । বিস্ফোরক মন্তব্য করলেন সারদা মামলায় প্রথম গ্রেফতার হওয়া মনোজ নাগেল ।
আজ একাধিক অভিযোগ করেন মনোজ নাগেল ৷ প্রশ্ন তোলেন সারদার কোটি কোটি টাকা আত্মসাতের পরও কীভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন মুকুল রায়? আজ তিনি বলেন, ‘‘সারদা মামলায় আমাকে প্রথম গ্রেফতার করা হয় । আমি মুখ্যমন্ত্রীর বাড়ি গেলাম । আমাকে মুকুল রায়ের সঙ্গে দেখা করতে বলা হল । রাজীব কুমার আমায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করল । আমি ভোটের পরে মুখ খুলছি ৷ কারণ, না হলে কথা উঠত রাজনীতি করার জন্য একথা বলছি ।’’
সারদার অন্যতম ডিরেক্টর মনোজ 2013 সালের 19 এপ্রিল গ্রেফতার হন ৷ তারপরই কাশ্মীর থেকে গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। পুরানো ঘটনার কথা স্মরণ করে মনোজ আরও বলেন, ‘‘ সুদীপ্ত সেন আমার কাছে দুঃখ করে বলেছিলেন, তিনি গাড়ি করে 80 কোটি টাকা ক্যাশ নিয়ে দিল্লি গিয়েছিলেন । সেই টাকা তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে নিয়েছিলেন মুকুল রায় । আমি সিবিআই অফিসে সব জানিয়েছি । অথচ মুকুল রায় বাইরে ঘুরে বেড়াচ্ছে । প্রয়োজনে আমি গোপন জবানবন্দি দেব ৷ তবে যাঁরা এই ঘটনার সাক্ষী দেবে তাঁদের যেন নিরাপত্তা দেওয়া হয় । সারদা মামলা শেষ হওয়া উচিত ।’’
এরপরই নাগেল বলেন, ‘‘সুদীপ্ত সেন একজনকেই স্যার বলে সম্বোধন করতেন । তিনি হলেন মুকুল রায় । তিনি মহাগুরু । শুধুমাত্র একদিনে আশি কোটি টাকা নিয়েছিলেন । সারাবছর কত নিয়েছে তার হিসেব নেই । তিনি কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর আমি কিছু না করেই সব খুইয়ে বসে আছি । বাড়ি ঘর চালচুলো কিছুই নেই । এর তদন্ত হওয়া দরকার ।’’