পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়নায় BJP কার্যালয়ে আগুন, অভিযুক্ত তৃণমূল - Raina

আজ বিকালের দিকে পোলেমপুর এলাকায় BJP-র দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় রায়না থানার পুলিশ । আগুনে পুড়ে যায় দলীয় কার্যালয়টি । BJP-র কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

Purba Bardhaman
BJP-র দলীয় কার্যালয়ে আগুন

By

Published : Dec 15, 2019, 10:34 PM IST

Updated : Dec 15, 2019, 11:35 PM IST

রায়না, 15 ডিসেম্বর : BJP কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের রায়নায় ৷ অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ তৃণমূলের মিছিল থেকেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে স্থানীয় BJP নেতৃত্ব ৷ ঘটনাস্থান রায়নার পোলেমপুর এলাকা ৷

আজ বিকালের দিকে পোলেমপুর এলাকায় BJP কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় রায়না থানার পুলিশ । আগুনে পুড়ে হয়ে যায় দলীয় কার্যালয়টি । BJP-র তরফে অভিযোগ আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর ৷ স্থানীয় BJP নেতা বিজন মণ্ডল অভিযোগ আনেন, "ওই এলাকায় তৃণমূল কংগ্রেস একটা মিছিল বের করেছিল । সেই মিছিল থেকেই তাদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় BJP নেতৃত্ব

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তৃণমূলের তরফে উত্তম সেনগুপ্ত বলেন, পোলেমপুর এলাকায় তাঁদের কোনও মিছিল ছিল না । তাঁদের মিছিল ছিল অন্য এলাকায় । ফলে মানুষকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।

Last Updated : Dec 15, 2019, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details