বর্ধমান, 25 জুন : একেই ক্রমাগত বাড়ছে সোনার দাম ৷ তার উপর কোরোনা সংক্রমণ ও লকডাউন ৷ ধুঁকছে দেশের অর্থনীতি ৷ বাদ পড়েনি বংলার স্বর্ণশিল্প ৷ তিন মাসের উপর বন্ধ স্বর্ণ ব্যবসায়ীদের দোকান ৷ কোরোনা ভয় কাটিয়ে যাও বা গুটি কয়েক দোকান খুলেছে, তাঁদের মাছি তাড়ানোর উপক্রম ৷ দোকান চত্বরে টিকি নেই গ্রাহকদের ৷ এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাজ স্বর্ণ কারিগর থেকে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের ৷
বর্ধমান শহরের বড়বাজার এলাকায় রয়েছে কয়েকশো সোনার দোকান । বিয়ের মরশুম ছাড়াও সারা বছর সোনাপট্টি পাড়ায় মানুষের ভিড় লেগেই থাকে । তবে বেশিরভাগ ক্রেতাই আসেন গ্রাম থেকে । কিন্তু গত তিন মাসে বদলে গেছে সেই চিত্র ৷ আনলক 1-এ অন্যান্য দোকানের পাশাপাশি খুলতে শুরু করেছে সোনার দোকানও । কিন্তু বাস চলাচল সেভাবে শুরু না হওয়ায় শহরের বাইরে থেকে যে সমস্ত ক্রেতারা সোনার দোকানে আসতেন আজ তারা আসতে পারছেন না । সেই সঙ্গে এক ধাক্কায় সোনার দাম বেড়ে হয়েছে প্রতি 10 গ্রাম পিছু 50 হাজার টাকা । একেই দেখা নেই খোদ্দেরের, তার উপর প্রতি মাসে বইতে হচ্ছে দোকান খোলার বাড়তি খরচ । হাতে কাজ না থাকায় স্বর্ণ কারিগরদের কাজ দিতে পারছেন না ব্যবসায়ীরা । যার জেরে সময়ে হচ্ছে না বেতন । বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছে কারিগরদের অনেকেই ৷