পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাঁদার হিসেব নিয়ে মারামারি, জখম 3

স্থানীয় সূত্রে খবর, পাড়ায় কবরস্থান নির্মাণের জন্য জমি কেনা হবে । সেই জমি কেনার জন্য চাঁদা তোলা হয়েছে । চাঁদার টাকার হিসেব নিয়ে আলোচনার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গুসকরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুরিপাড়া । এই ঘটনায় দুপক্ষের জখম হয়েছে তিনজন । পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে ।

Fighting over extortion
চাঁদার হিসেব নিয়ে মারামারি

By

Published : Dec 5, 2020, 10:57 PM IST

গুসকরা, 5 ডিসেম্বর : চাঁদার টাকার হিসেব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জখম হলেন তিনজন । ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে । পূর্ব বর্ধমান জেলার গুসকরা চার নম্বর ওয়ার্ডের ঘটনা । আজ ধৃতদের জেলা আদালতে তোলা হয় ।

স্থানীয় সূত্রে খবর, পাড়ায় কবরস্থান নির্মাণের জন্য জমি কেনা হবে । সেই জমি কেনার জন্য চাঁদা তোলা হয়েছে । চাঁদার টাকার হিসেব নিয়ে আলোচনার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গুসকরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুরিপাড়া । এই ঘটনায় দুপক্ষের জখম হয়েছে তিনজন । পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে ।

গুসকরার তুরিপাড়া এলাকায় প্রায় 20-25 টি মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে । কিন্তু ওই এলাকায় মানুষ মারা গেলে কবর দেওয়ার জন্য জায়গা নেই । সেই কারণে তাঁরা নিজেরা সিদ্ধান্ত নেয় কবরস্থানের জন্য জমি কেনা হবে । গতবছর থেকেই তাঁরা নিজেদের মধ্যে চাঁদা তুলে সংগ্রহ করে রাখছিলেন । ওই পাড়ার মুজিবর শেখের কাছে টাকা জমা রাখা হত বলে জানা গেছে । গতকাল রাতে কবরস্থানের জমি কেনার বিষয়ে ও চাঁদার হিসাব নিয়ে বৈঠক বসেছিল । তখন 5,000 টাকার গড়মিল ধরা পড়ে । ওই পাড়ার বাসিন্দা ডালিম শেখের পরিবারের দাবি, তাঁরা মুজিবর শেখের কাছে 5,000 টাকা চাঁদা বাবদ আগেই জমা দিয়েছেন । কিন্তু বৈঠকের সময় মুজিবুর তা অস্বীকার করেন । তখন দুপক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায় ।

দা বঁটি দিয়ে কয়েকজনকে কোপ মারার অভিযোগ ওঠে । অভিযোগ গুসকরা পৌরসভার অস্থায়ী কর্মী সাবির শেখকে বঁটি দিয়ে কোপায় নুর ইসলাম শেখ । সাবিরের হাতের বুড়ো আঙুল কেটে যায় । গুরুতর জখম হন মুজিবুর শেখ ও তাঁর ছেলে সাহিদ শেখও । তাঁদের প্রথমে গুসকরা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আজ দুই পক্ষই অভিযোগ দায়ের করে । পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে । ধৃত ডালিম শেখ, শেখ নূর ইসলাম, সালমান মিঞা, সুরজ শেখ ও শেখ নাজমুল ইসলাম ও সফিকুল শেখকে আজ বর্ধমান আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details