পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে সমবায় সমিতিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাষিদের - তালা ঝুলিয়ে বিক্ষোভ চাষিদের

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের তরফে ধান কেনা হচ্ছে না । গতকাল জানানো হয় 22 জনের থেকে ধান কেনা হবে । যদিও 372 জন কৃষকের নামে রেজিস্ট্রেশন রয়েছে ৷

Farmers protest by locking the cooperative society in Aushgram
Farmers protest by locking the cooperative society in Aushgram

By

Published : Jan 19, 2021, 10:45 PM IST

আউশগ্রাম, 19 জানুয়ারি : কৃষকদের ধান কেনা নিয়ে অনিয়ম করছে সমবায় সমিতি ৷ এই অভিযোগ তুলে সমবায় সমিতির দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল আউশগ্রাম 1 ব্লকের বিল্বগ্রাম ও ভোতার এলাকার চাষিরা । দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে স্থানীয় বিডিয়ো ও পুলিশের হস্তক্ষেপে সমবায় সমিতির তালা খুলে দেয় কৃষকেরা । বিডিয়ো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।

আসগর রহমান নামে কৃষক অভিযোগ করেন, "দীর্ঘদিন ধরে আমাদের ধান কেনা হচ্ছে না । হঠাৎ করে গতকাল একটা অর্ডার এসেছে যে 22 জনের কাছ থেকে ধান কেনা হবে । যেখানে 372 জন চাষির নামে রেজিস্ট্রেশন হয়েছে । অর্থাৎ সরকারি নিয়মে 372 জন চাষির ধান নেওয়ার কথা । সেখানে মাত্র 22 জন চাষির ধান নেওয়া হবে বলে জানানো হয় ।"

আরও পড়ুন: আবাস যোজনার বাড়ি মিলছে না , অভিযোগ শুনেই জেলাশাসক ও নবান্নে ফোনের চেষ্টা অনুব্রত-র

এরপরেই প্রতিবাদেই বিল্বগ্রাম ও ভোতার গ্রামের চাষিরা মঙ্গলবার সকালে স্থানীয় সমবায় সমিতিতে তালা ঝুলিয়ে দেয় । তাঁদের দাবি, প্রত্যেক চাষির ধান কিনতে হবে । বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় বিডিয়ো ও পুলিশ প্রশাসন ঘটনাস্থানে আসে । কৃষকদের সঙ্গে আলোচনার পর বিডিয়ো প্রতিশ্রুতি দেন, সমস্ত চাষির ধান কেনা হবে । এরপর সমবায় সমিতির গেটে থেকে তালা খুলে নেন কৃষকরা।

আউশগ্রাম 1 ব্লকের বিডিয়ো অরিন্দম মুখোপাধ্যায় বলেন, "মানুষের একটা ক্ষোভ আছে । পশ্চিমবঙ্গ সরকারও চাইছে সমস্ত কৃষকের ধান কিনে নিতে । কোনও অসুবিধা নেই । একটা সরকারি নির্দেশ প্রয়োজন । আজ চাষিরা তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন । আমি চাষিদের পাশে আছি ।"

ABOUT THE AUTHOR

...view details