পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purnendu Bose in Kalna : "পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে হবে", বার্তা পূর্ণেন্দুর - news of purnendu bose

লোকসভা নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি ৷ তাই পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে হবে ৷ পূর্ব বর্ধমানের কালনার সিঙ্গারকোন গ্রামে একটি জনসভায় এসে একথা বললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ৷

purnendu bose
শ্রমিক সংগঠনের সভায় পূর্ণেন্দু বসু

By

Published : Nov 25, 2021, 10:10 AM IST

কালনা, 25 নভেম্বর : "লোকসভা নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি তাই পঞ্চায়েত ভোট আরও স্বচ্ছ্বভাবে হবে ।" পূর্ব বর্ধমানের কালনা 2 ব্লকের সিঙ্গারকোন গ্রামে বুধবার শ্রমিক সংগঠনের তরফে আয়োজিত এক সভায় একথা বলেন আইএনটিটিইউসির (Inttuc) সভাপতি পূর্ণেন্দু বসু (Purnendu Bose) ।
এদিন সভার শেষে তিনি বলেন, মানুষের জীবন জীবিকার লড়াই কখন কোন পথে চলবে সেটা কোনও সরকার বা দল ঠিক করে দিতে পারে না । মানুষ যদি নির্দিষ্ট মজুরি চায় সেটা তাদের ন্যায্য দাবি । তাঁদের বোঝানো হয়েছে মজুরি কীভাবে ঠিক হয় ।"


গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রিগিং, বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি । এরপর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফলাফল করে । সেকথা স্মরণ করে এদিন পূর্ণেন্দু বসু (News of Purnendu Bose) বার্তা দেন,পঞ্চায়েত ভোট স্বচ্ছ ভাবে হবে । তিনি বলেন, ‘‘গত নির্বাচনে আমাদের রেজাল্ট পঞ্চায়েতে যা হয়েছিল, তার প্রতিফলন আমরা দেখেছি লোকসভা নির্বাচনে । কাজেই আমরা মানুষের কাছ থেকে শিক্ষা নিই । সেই কারণেই শুরু হয় দিদিকে বলো কর্মসূচি । ভুল না হলে আমরা দিদিকে বলো কর্মসূচি করতে যাব কেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন কেন কাটমানির কথা । তিনি নিজেই তো বলেছেন যে এসব করা যাবে না, সিন্ডিকেট করা যাবে না ।’’

শ্রমিক সংগঠনের সভায় পূর্ণেন্দু বসু

আরও পড়ুন :করোনা বিধিনিষেধে কর্মহীন পরিবহণ কর্মীদের পাশে আইএনটিটিইউসি

ABOUT THE AUTHOR

...view details