পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Longest Swimming Competition: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা জিতে প্রত্যয়ের পাখির চোখ ইংলিশ চ্যানেল

Pratyay Bhattacharya Next Target is English Channel: ভাগীরথী নদীতে 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য ৷ পেশায় ব্যাংককর্মী প্রত্যয়ের পরবর্তী লক্ষ্য ইংলিশ চ্যানেল পার হওয়া ৷

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:01 PM IST

Longest Swimming Competition ETV BHARAT
Longest Swimming Competition

পূর্ব বর্ধমান, 5 সেপ্টেম্বর: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য ৷ প্রথমবার এই প্রতিযোগিতায় কোনও ভারতীয় প্রথম হয়েছেন ৷ এবার তাঁর পাখির চোখ ইংলিশ চ্যানেল ৷ তারই প্রস্তুতি শুরু করবেন 23-এর 'প্রত্যয়ী' প্রত্যয় ৷ তিনি এর আগে 20 কিলোমিটারের বেশি দীর্ঘ কোন সাঁতার প্রতিযোগিতায় অংশ নেননি ৷ তা সত্ত্বেও কীভাবে ভাগীরথী নদীতে 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার চ্যাম্পিয়ন হলেন তিনি ? ইটিভি ভারতের সঙ্গে সেই সব কথা ভাগ করে নিলেন প্রত্যয় ভট্টাচার্য ৷

মুর্শিদাবাদ জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতার আসর বসেছিল ৷ মুর্শিদাবাদের জঙ্গিপুরের ভাগীরথী নদীর আহিরণ ঘাট থেকে 81 কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা শেষ হয় বহরমপুরের গোরাবাজার ঘাটে ৷ 24 জন প্রতিযোগীর মধ্যে 17 জন ভারতীয় এবং বাকি সাতজন ছিলেন স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার প্রতিযোগী ৷ আর তাঁদের সকলকে হারিয়ে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রত্যয় ৷

তিনি পেশায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ৷ বর্ধমান শহরের ভাতছালা পাড়ার বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য 60 দিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন ৷ কেমন ছিল সেই প্রস্তুতি ?

প্রত্যয় ভট্টাচার্য বলেন, "বর্ধমানের ভাতছালা পাড়ার বাড়ি হলেও কলকাতার সল্টলেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কোচ বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছিলাম ৷ সেখানেই 81 কিলোমিটার চ্যাম্পিয়নশিপের জন্য 60 দিনের প্রস্তুতি শুরু করেছিলাম ৷"

তাঁর কথায়, প্রতি সপ্তাহে দশটা সেশন করতেন ৷ প্রতি সেশনে 7 হাজার মিটার অর্থাৎ, 7 কিলোমিটার সাঁতার কাটাতেন ৷ তিনি বলেন, ‘‘এর মধ্যে গড়ে 3 ঘণ্টা করে সাঁতার কাটতাম ৷ একদিন 10 ঘণ্টা সাঁতার কেটেছিলাম ৷ এর আগে দু‘বার 19 কিলোমিটারের সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছিলাম ৷ তবে জীবনে 20 কিলোমিটারের বেশি প্রতিযোগিতায় অংশ নিইনি ৷ তাই একেবারে 18 কিলোমিটারে অংশ নিতে গিয়ে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন আমার কোচ বিশ্বজিৎ দে চৌধুরী ৷

আরও পড়ুন:তিনবছর পর গঙ্গাবক্ষে ফিরল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অংশ নিলেন ভিনদেশের 24 জন

প্রত্যয় এর আগে দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ৷ 2019 সালে কুয়েতে ও 2022 সালে উজবেকিস্তানে ৷ কিন্তু, দু’বারই 10 নম্বরে শেষ করেছিলেন বর্ধমান শহরের এই যুবক ৷ সেই সব প্রতিযোগিতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেছিলেন প্রত্যয় ৷ উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের 81 কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা শেষ করার জন্য সাড়ে 12 ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল ৷

কীভাবে এই অল্প সময়ে দীর্ঘ জলপথ সাঁতরে পার হলেন ? প্রত্যয় ভট্টাচার্য বলেন, ‘‘যেভাবে প্র‍্যাকটিস করেছিলাম, তাতে আত্মবিশ্বাস ছিল ৷ প্রতিযোগিতার দিন যদি শরীর ঠিক থাকে, তাহলে হয়তো চ্যাম্পিয়ন হলেও হতে পারি ৷ এরপ র প্রতিযোগিতার দিনে সাঁতার শুরু করার পর থেকেই কেন জানি না মনে হচ্ছিল শুরুটা ভালোই করেছি আমি ৷ প্রথম তিন ঘণ্টার পরে যখন দেখি আমি সকলের চেয়ে প্রায় দেড় কিলোমিটার এগিয়ে আছি তখন বুঝতে পারি আজ আমারই দিন ৷ 10 ঘন্টা 39 মিনিট 6 সেকেন্ডে আমি 81 কিলোমিটার জলপথ অতিক্রম করে যাই ৷’’

আরও পড়ুন:গঙ্গায় ফিরছে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, বিদেশ থেকে আসছেন প্রতিযোগীরা

ভোর 5টায় প্রতিযোগিতা শুরু হয়েছিল ৷ দুপুর 3টে 39 মিনিটে সাঁতার শেষ করেছিলেন প্রত্যয় ভট্টাচার্য ৷ এইভাবে টানা 10 ঘণ্টার বেশি সাঁতার কাটার ক্ষেত্রে শুধু শারীরিক ভাবে শক্তিশালী হলেই হবে না, মানসিকভাবেও প্রস্তুতি খুব দরকার বলে জানাচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাঁতার প্রতিযোগিতার বিজয়ী ৷ ভবিষ্যতের সাঁতারুদের উদ্দেশ্যে প্রত্যয়ের বার্তা, কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শুধু সাঁতার কাটলে হবে না ৷ ভালোবেসে আনন্দ করে সাঁতার কাটতে হবে ৷ নিয়ম করে রুটিন মেনে করতে হবে খাওয়াদাওয়া থেকে সমস্ত কিছু ৷ শুধু শারীরিক নয় মানসিকভাবেও নিতে হবে প্রস্তুতি ৷’’ আগামী দিনে স্পনসর পেলে ইংলিশ চ্যানেল পার করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রত্যয় ভট্টাচার্য ৷

ABOUT THE AUTHOR

...view details