আউশগ্রাম, 19 জুন : লাগাতার বৃষ্টি ও ঝাড়খণ্ডের শিকাটিয়া ব্যারেজ থেকে দু'দফায় জল ছাড়ার ফলে জলস্তর বেড়েছে অজয় নদের (Ajay River) । জলের চাপ বাড়ায় আউশগ্রামের ভেদিয়ার বুধরা গ্রামের কাছে শনিবার অজয় নদের বাঁধে ফাটল দেখা দিয়েছে । আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে ৷ খবর পেয়ে ওই এলাকায় যান প্রশাসনের আধিকারিকেরা । দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করান তাঁরা ।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে ৷ বলা হয়, টানা বৃষ্টি ও ঝাড়খণ্ডের শিখাটিয়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নদীতে জলস্তর বিপদসীমা ছুঁতে চলেছে । সেই জল ঢুকতে পারে অজয় তীরবর্তী আউশগ্রামের নিচু এলাকায় । বিষয়টি জানিয়ে আউশগ্রাম-2 ব্লকের রামনগর ও ভেদিয়া অঞ্চল এলাকায় অজয় নদ সংলগ্ন জনবসতি এলাকায় মাইকিং করে প্রচার করা হয় ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিকাটিয়া ব্যারেজ থেকে দু'দফায় 60 হাজার ও 18 হাজার করে মোট 78 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । এদিন বুধরা গ্রামের কাছে বাঁধে ফাটল লক্ষ্য করা যায় ৷ এছাড়াও ভেদিয়া রেলসেতুর পাশে নদীবাঁধেও বড়সড় ফাটল দেখা দেয় ।