গলসি, 11 নভেম্বর: পূর্ব বর্ধমান জেলার গলসির রামগোপালপুর এলাকায় আজ সকালে চাষের জমিতে দাপিয়ে বেড়াল একদল হাতি। যার ফলে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আজ ভোরের দিকে বাঁকুড়ার শালতোড়া থেকে দামোদর নদী পার করে রামগোপালপুরের দিকে একদল হাতি ঢুকে পড়ে। সেই দলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতি আছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই মাঠের ধান পেকে গিয়েছে। বিভিন্ন জায়গা ধান কাটাও শুরু হয়েছে। ফলে ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে হুলা পার্টি এবং কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে।