পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Galsi Elephant: গলসিতে চাষের জমিতে হাতির দল, ক্ষতির আশঙ্কা - পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানের গলসির রামগোপালপুর এলাকায় চাষের জমিতে দাপিয়ে বেড়াল একদল হাতি। ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ৷

Galsi Elephant
গলসিতে চাষের জমিতে হাতির দল, ক্ষতির আশঙ্কা

By

Published : Nov 11, 2021, 12:52 PM IST

গলসি, 11 নভেম্বর: পূর্ব বর্ধমান জেলার গলসির রামগোপালপুর এলাকায় আজ সকালে চাষের জমিতে দাপিয়ে বেড়াল একদল হাতি। যার ফলে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আজ ভোরের দিকে বাঁকুড়ার শালতোড়া থেকে দামোদর নদী পার করে রামগোপালপুরের দিকে একদল হাতি ঢুকে পড়ে। সেই দলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতি আছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মাঠের ধান পেকে গিয়েছে। বিভিন্ন জায়গা ধান কাটাও শুরু হয়েছে। ফলে ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে হুলা পার্টি এবং কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে।

আরও পড়ুন: পূর্বস্থলীর ভাগীরথীতে কুমির, আতঙ্কে গ্রামবাসী

এদিকে ধান খেতে হাতি ঢুকে পড়ায় গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বিভিন্ন গ্রামে গ্রামে ইতিমধ্যেই গ্রামবাসীরা চাষের জমিতে পাহারা দেওয়ার কাজে নেমে পড়েছেন। তবে এর মধ্যেই বেশ কিছু জমির ধান হাতি নষ্ট করে দিয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসনের তরফেও চাষের জমিতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ তবে কতটা ক্ষতি হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি প্রশাসনের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details