পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে ত্রাণ বিলি করতে এসে রেশন নিয়ে প্রশ্নের মুখে দোলা সেন - Dola sen faced question on ration

বর্ধমানে ত্রাণ বিলির সময় দোলা সেনকে এক ব্যক্তি একাধিক রেশন কার্ড দেখিয়ে প্রশ্ন করেন, তাঁর এতগুলি কার্ড থাকা সত্ত্বেও কোনও কার্ডে রেশন পাচ্ছেন না কেন ?

Bardhaman
বর্ধমান

By

Published : May 15, 2020, 1:45 AM IST

বর্ধমান , 14 মে : বর্ধমানে আজ ত্রাণ বিলি করতে আসেন তৃণমূল নেত্রী দোলা সেন ৷ ত্রাণ বিলির সময় তিনি বলেন ,‘‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে বিনা পয়সায় ও রেশনের যোগ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন । অন্য কোনও রাজ্য এই ধরনের ব্যবস্থা করতে পারেনি।’’ ঠিক সেই সময় এক ব্যক্তি হাতে একাধিক রেশন কার্ড নিয়ে তা দেখিয়ে দোলা সেনকে প্রশ্ন করেন , তাঁর এতগুলি কার্ড থাকা সত্ত্বেও কোনও কার্ডে তিনি রেশন পাচ্ছেন না কেন ? দোলা সেন তাঁকে বোঝানোর চেষ্টা করেন , সামনের সপ্তাহ থেকে তিনি রেশন পাবেন । এর মধ্যে তৃণমূলের অন্যান্য কর্মীরা ওই ব্যক্তিকে ডেকে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেন । নিমেষেই সেই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

এরপর আজ স্বভাবতই প্রশ্ন ওঠে , ওই ব্যক্তির মতো অনেকেই কার্ড থাকা সত্ত্বেও রেশন পাচ্ছেন না । তাঁদের একবার খাদ্য দপ্তর , একবার পৌরসভায় কার্ড নিয়ে ছুটতে হচ্ছে । কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে । BJP-র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে , তৃণমূল ত্রাণ বিলি করছে ৷ এর মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাচ্ছে , রেশনের সামগ্রী মানুষের কাছে পৌঁছাচ্ছে না । তার মানে রেশনে চুরি চলছে ।

অন্যদিকে , বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ আলুওয়ালিয়া ফোনে জানান , রাজ্যের প্রত্যেক মানুষ যদি সঠিকভাবে রেশনের পণ্য সামগ্রী পেয়ে থাকেন , তাহলে তৃণমূলের পক্ষ থেকে ত্রাণ বিলি করা হচ্ছে কেন ? যদি তৃণমূল জানে মানুষ রেশন পাচ্ছে না তখন মুখ্যমন্ত্রীর উচিত ব্যবস্থা নেওয়া । কিন্তু তিনি সেটা না করে নিজেদের সাংসদদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে ত্রাণ বিলি শুরু করেছেন । তাহলে এটা প্রমাণ হয়ে গেল রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ জিনিস পাচ্ছে না ৷ তাই তৃণমূল কংগ্রেস ত্রাণ বিলি করছে ।

ABOUT THE AUTHOR

...view details