পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্লক হাসপাতালেই অপরিণত যমজ সন্তান প্রসব করালেন চিকিৎসক - ব্লক হাসপাতালে যমজ সন্তান প্রসব

গর্ভাবস্থায় জটিল পরিস্থিতি হয় অন্তঃসত্ত্বার। বাধ্য হয়ে ব্লক প্রাথমিক হাসপাতালের সীমিত পরিকাঠামোতেই অপরিণত যমজ সন্তান প্রসব করালেন এক চিকিৎসক।

twin babies born at block hospital
চিকিৎসক

By

Published : Apr 18, 2020, 12:16 AM IST

পূর্ব বর্ধমান, 17 এপ্রিল: ঝুঁকি নিয়ে ব্লক প্রাথমিক হাসপাতালের সীমিত পরিকাঠামোতেই অপরিণত যমজ সন্তান প্রসব করালেন এক চিকিৎসক। জরুরি পরিস্থিতিতে মা ও সন্তানদের বাঁচাতেই দ্রুত এই অপরেশন করতে হয় চিকিৎসককে । ডাঃ সৌরভ নায়েক নামের ওই চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ এখন মঙ্গলকোট ব্লক প্রাথমিক হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রসূতির পরিবার।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা ওঠায় বীরভূমের নানুর থানার সাজপুর গ্রামের বাসিন্দা আসমাতা খাতুনকে মঙ্গলকোট ব্লক হাসপাতালে ভরতি করা হয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এদিকে প্রসূতির জটিল শারীরিক পরিস্থিতি তৈরি হয়। সেই সময় দ্রুত প্রসবের প্রয়োজন হয়ে পড়ে। এদিকে দূরের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার সময় ছিল না। এই অবস্থায় খানিকটা ঝুঁকি নিয়েই চিকিৎসক ডাঃ সৌরভ নায়েক যমজ অপরিণত সন্তান প্রসব করান। প্রসবের পর দেখা যায় দুই শিশুর মধ্যে একজনের ওজন মাত্র 685 গ্রাম, অপর শিশুটির ওজন 715 গ্রাম। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মা ও সন্তানদের।

এই প্রসঙ্গে চিকিৎসক ডাঃ সৌরভ নায়েক বলেন, "ব্লক স্তরের পরিকাঠামোর মধ্যেই ঝুঁকি নিয়ে শিশু দু'টিকে ভূমিষ্ঠ করানো হয়েছে। জন্মের পরে তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল না। বিষয়টি ছিল খুবই চ্যালেঞ্জের। তবে, দুটি শিশুই সুস্থ রয়েছে। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details