মেমারি, 19 সেপ্টেম্বর: গোয়ায় কনফারেন্সে গিয়েছিলেন বর্ধমান মেডিকেল হাসপাতালের চিকিৎসক বিপ্লব চট্টোপাধ্যায় (41)। হঠাৎ করে তাঁর মৃত্যুর খবর আসে বর্ধমানের চিকিৎসকদের কাছে । তবে দেহ যেভাবে পাওয়া গিয়েছে তাতে শোকের পাশাপাশি চিকিৎসক মহলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা শুরু হয়েছে ।
পূর্ব বর্ধমানের মেমারির খাড়ো গ্রামের বাসিন্দা ছিলেন চিকিৎসক বিপ্লব চট্টোপাধ্যায় । তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ছিলেন । বাড়িতে তাঁর বাবা, মা ও স্ত্রী-সহ দুই সন্তান আছে । গত শনিবার ওই চিকিৎসক সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "গোয়াতে হাঁটু প্রতিস্থাপনের জন্য রোবোটিক্স শিখছি । এর ফলে রোগীদের অনেক উপকার হবে ।" এরপরেই রবিবার তাঁর পরিবার মৃত্যুর খবর জানতে পারেন ।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক হিসেবে শনিবার সেমিনারে যোগ দিতে তিনি গোয়ায় যান । সেদিনই তিনি সেমিনার কক্ষে দাঁড়িয়ে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন । এরপরের দিন রবিবার তার ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার হয় । সেই সময় তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ।