18 মার্চ, বর্ধমান: কোরোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ট্রাস্টি বোর্ড । আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সাধারণ দর্শনার্থীদের নিত্য দিনের মতো পুজো দিতে আসার ক্ষেত্রে কোন বাধা নিষেধ আরোপ করা হয়নি ।
কোরোনা আতঙ্ক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরণ
আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বর্ধমান সর্বমঙ্গলা মন্দির ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সাধারণ দর্শনার্থীদের নিত্য দিনের মতো পুজো দিতে আসার ক্ষেত্রে কোন বাধা নিষেধ আরোপ করা হয়নি ।
বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা । প্রতিদিন বর্ধমান ছাড়িয়ে ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে শয়ে শয়ে মানুষ এখানে পুজো দিতে আসেন । দর্শনার্থীদের জন্য থাকে দুপুরে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা । প্রায় 400 জন মানুষ প্রতিদিন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন । ট্রাস্টি বোর্ডের অফিস থেকে সেইজন্য কুপন সংগ্রহ করতে হয় । যারা কুপন সংগ্রহ করতে পারেন না তাদের হাতে তুলে দেওয়া হয় ভোগ প্রসাদ ।
কিন্তু করোনা ভাইরাস আতংকের জেরে ভিড় বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার । তাই এই সিদ্ধান্ত বলে জানা গেছে ।