পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : বিরোধীদের কোনও সরকারি পদে রাখতে চায় না, তৃণমূলকে আক্রমণ দিলীপের - বর্ধমান থেকে কলকাতা

তৃণমূল কংগ্রেস ছাড়লেই সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ শুভেন্দু অধিকারীকে কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা প্রসঙ্গে এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

By

Published : Aug 25, 2021, 1:06 PM IST

বর্ধমান, 25 অগস্ট : যাঁরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটাই করছে তৃণমূল । গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে রাতে তিনি বলেন, "আমাদের কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না, আমন্ত্রণও জানানো হয় না। পদের কথা তো ছেড়ে দিন জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকরা দেখা পর্যন্ত করেন না। তৃণমূল কংগ্রেসের এটা একটা পরিকল্পনা যে বিরোধীদের কোনও ভাবে জায়গা দেওয়া হবে না ।"

বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, "ঘটনার কথা শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক। এখন বিস্ফোরণ চারিদিকেই হচ্ছে। হয় তৃণমূল-কংগ্রেসের লোক ধরা পড়ছে, না হলে মারা পড়ছে। যেহেতু আমাদের কর্মীর বাড়িতেই হয়েছে তাই আশা করব তদন্ত হোক। আসল সত্য উঠে আসুক।"

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেই সরকারি পদ থেকে বঞ্চিত

আরও পড়ুন : Dilip Ghosh : বিজেপি বঙ্গভঙ্গ চায়নি, সোনার বাংলা চেয়েছে ; মন্তব্য দিলীপের

বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিষপান প্রসঙ্গে তিনি বলেন, "অনেকদিন ধরে শিক্ষক-শিক্ষিকারা ধরনা দিচ্ছেন। কিন্তু যদি কোনও শিক্ষিকা বিষপান করে থাকেন তাহলে সরকারের জন্য এটা খুবই লজ্জাজনক ঘটনা।"

তিনি আরও বলেন, "যারাই তৃণমূল-কংগ্রেসের বিরোধিতা করবে, পার্টির লাইনে চলবে না তাদের তৃণমূল কোনওভাবেই মেনে নেবে না। যে কোনও ভাবেই হোক তাঁদের কষ্ট দেওয়ার চেষ্টা করবে।"

ABOUT THE AUTHOR

...view details