বর্ধমান, 25 অগস্ট : যাঁরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটাই করছে তৃণমূল । গতকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গতকাল বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে রাতে তিনি বলেন, "আমাদের কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না, আমন্ত্রণও জানানো হয় না। পদের কথা তো ছেড়ে দিন জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকরা দেখা পর্যন্ত করেন না। তৃণমূল কংগ্রেসের এটা একটা পরিকল্পনা যে বিরোধীদের কোনও ভাবে জায়গা দেওয়া হবে না ।"
বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, "ঘটনার কথা শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক। এখন বিস্ফোরণ চারিদিকেই হচ্ছে। হয় তৃণমূল-কংগ্রেসের লোক ধরা পড়ছে, না হলে মারা পড়ছে। যেহেতু আমাদের কর্মীর বাড়িতেই হয়েছে তাই আশা করব তদন্ত হোক। আসল সত্য উঠে আসুক।"