বর্ধমান, 30 জানুয়ারি :শিল্পপতিদের রাজ্য থেকে তাড়িয়ে এবার ভিক্ষা করছে রাজ্য সরকার । হাত পেতে ভিক্ষা চেয়ে চলছে লক্ষ্মীর ভাণ্ডার । কেন্দ্র টাইট দিলে সরকার রাস্তায় বসে যাবে ৷ বর্ধমানে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh criticizes WB Govt on Laxmi Bhandar Scheme) ।
রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শিল্পপতিদের মেরে বের করে দিয়েছে, সিপিএমও তাই করত । সিঙ্গুরকে না-তাড়ালে এই অবস্থা হত না । ক্ষমতায় আসার জন্য সব করতে রাজি আছেন । অথচ সরকারে থেকে মানুষের কল্যাণ করার ক্ষমতা আপনাদের নেই । তার পরিণাম আমাদের ভুগতে হচ্ছে ।’’
পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দুর্ঘটনা তো হতেই পারে । কিন্তু হাসপাতালে আগুন লাগল আর কেউ জানতে পারল না । একটা মানুষ পুড়ে মারা গেল । মজার ব্যাপার, তিনি কোভিড নিয়ে ভর্তি হয়েছিলেন ৷ আর তাঁর ক্ষতিপূরণ মেরে দেওয়ার জন্য বলা হচ্ছে তাঁর কোভিড ছিল না । নিজেদের অযোগ্যতা চাপা দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে । যে মানুষটা মারা গিয়েছে, তাঁর টাকা পাওয়ার অধিকার আছে । তাঁর পরিবারকে বঞ্চিত করার চেষ্টা চলছে । গাফিলতি তো আছেই । এই ধরনের ঘটনা ঘটলে বোঝা যায় হাসপাতালগুলোর কী অবস্থা । রাতের বেলা হাসপাতালে কেউ জেগে থাকে না । কেউ ডিউটি করে না ।’’