বর্ধমান, 12 নভেম্বর : ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাপের ব্যাটা ৷ তিনি যা বলেন, সেটা করে দেখান ৷ আর আমাদের দিদিমণি শুধু ঢপ দিয়ে যান ৷’’ শুক্রবার দুপুরে বর্ধমানের কার্জন গেটের কাছে বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
আরও পড়ুন :Dilip Ghosh: "তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা", কটাক্ষ দিলীপের
পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে এদিন বর্ধমানে বিক্ষোভ মিছিল ও জমায়েতের আয়োজন করে বিজেপি ৷ অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয় ৷ দিলীপ নিজেও সেকথা বলেন ৷ তাঁর দাবি, কার্জন গেটের দিকে তাঁদের এগোতেই দিচ্ছিল না পুলিশ ৷ শেষমেশ কার্জন গেট লাগোয়া রাস্তার উপরেই বসে পড়েন বিজেপির নেতা, কর্মীরা ৷ বিক্ষোভ, সমাবেশের মাঝখানে দাঁড়িয়েই ভাষণ শুরু করেন দিলীপ ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র পেট্রল, ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়েছে ৷ অন্যান্য় রাজ্যও ভ্যাট কমিয়েছে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি ৷ এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ৷