বর্ধমান, 18 সেপ্টেম্বর : এখন থেকে একটা ক্লিকেই মিলবে বর্ধমান পৌরসভার সমস্ত পরিষেবা । শনিবার থেকে বর্ধমান পৌরসভায় ডিজিটাল পরিষেবা চালু হয়েছে । পৌরসভার নির্দিষ্ট অ্যাপে গিয়ে শহরবাসী যেকোনও পরিষেবা পেতে পারেন । সেইসঙ্গে অ্যাপসের মাধ্যমে জানানো যাবে অভাব অভিযোগ । একথা জানিয়েছেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় ।
দীর্ঘদিন ধরে বর্ধমান পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে শহরবাসী । তাঁদের অভিযোগ, পৌরসভায় কোনও কাজের জন্য একাধিকবার গেলেও সেই পরিষেবা পাওয়া যায় না । এমনকি বিভিন্ন কাজের জন্য বেশি টাকা দাবি করা হয় । এরপর মাসের পর মাস কেটে গেল সমস্যা সমাধান হয় না । তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মানুষের দুয়ারে নয়, ঘরের অন্দরে পৌরসভাকে নিয়ে যেতে হবে । সে কথা মাথায় রেখেই বর্ধমান পৌরসভায় ডিজিটাল পরিষেবা চালু করার চিন্তাভাবনা করেছিল নতুন প্রশাসক মন্ডলী । সেইমতো শনিবার থেকে ডিজিটালের মাধ্যমে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে ।