কালনা, 6 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ । কোথাও প্রার্থী পছন্দ না হওয়ার তোপ, তো কোথাও আবার দীর্ঘদিন কাজ করার পরেও দল টিকিট না দেওয়ার ক্ষোভ ৷ কিন্তু এইভাবে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ করা মানে বিরোধীদের সুবিধা করে দেওয়া । পূর্ব বর্ধমানের কালনায় (Debangshu in Kalna) সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে দলীয় কর্মীদের এই ভাবে সংযত হওয়ার বার্তা দিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya on Party Workers Agitation) ।
তাঁর কথায়, কোনও জায়গায় যদি কর্মীদের ক্ষোভ থাকে তাহলে সেটা দলকে জানাতে পারে । দলের জন্য সেই দরজা খোলা আছে । কিছু কিছু জায়গায় আবার শুনছি প্রার্থী তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । সেটা দল নিশ্চয়ই কিছু বিবেচনা করে পরিবর্তন করছে । তবে আমি মনে করি প্রকাশ্যে বিক্ষোভ করা মানে বিরোধীদের সুবিধা করে দেওয়া । কারণ কারও কিছু বলার থাকলে দল সেই কথা শুনবে । বেশ কিছু জায়গায় তো প্রার্থী বদল করা হয়েছে । তাই কর্মীদের সংযত থাকা উচিত । তবে কোথাও যদি এরকম হয়ে থাকে যে, যারা দু-নৌকায় পা দিয়ে চলছিল তারা টিকিট পেয়েছে তাহলে তো কর্মীদের রাগ হওয়া স্বাভাবিক ।"