পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debangshu Bhattacharya on Party Men Protest : প্রকাশ্য বিক্ষোভে বিরোধীদের সুবিধা, দলীয় কর্মীদের সংযত হওয়ার বার্তা দেবাংশুর

প্রার্থী তালিকা ঘোষণা হতেই একাধিক জেলায় শুরু হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ৷ এই পরিস্থিতিতে কালনায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে দলীয় কর্মীদের কী বার্তা দিলেন দেবাংশু (Debangshu Bhattacharya in Kalna) ?

debangshu in kalna
কালনায় পুজো উদ্বোধনে এসে কর্মীদের সংযত হওয়ার বার্তা দেবাংশুর

By

Published : Feb 6, 2022, 8:14 AM IST

কালনা, 6 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ । কোথাও প্রার্থী পছন্দ না হওয়ার তোপ, তো কোথাও আবার দীর্ঘদিন কাজ করার পরেও দল টিকিট না দেওয়ার ক্ষোভ ৷ কিন্তু এইভাবে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ করা মানে বিরোধীদের সুবিধা করে দেওয়া । পূর্ব বর্ধমানের কালনায় (Debangshu in Kalna) সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে দলীয় কর্মীদের এই ভাবে সংযত হওয়ার বার্তা দিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya on Party Workers Agitation) ।

তাঁর কথায়, কোনও জায়গায় যদি কর্মীদের ক্ষোভ থাকে তাহলে সেটা দলকে জানাতে পারে । দলের জন্য সেই দরজা খোলা আছে । কিছু কিছু জায়গায় আবার শুনছি প্রার্থী তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । সেটা দল নিশ্চয়ই কিছু বিবেচনা করে পরিবর্তন করছে । তবে আমি মনে করি প্রকাশ্যে বিক্ষোভ করা মানে বিরোধীদের সুবিধা করে দেওয়া । কারণ কারও কিছু বলার থাকলে দল সেই কথা শুনবে । বেশ কিছু জায়গায় তো প্রার্থী বদল করা হয়েছে । তাই কর্মীদের সংযত থাকা উচিত । তবে কোথাও যদি এরকম হয়ে থাকে যে, যারা দু-নৌকায় পা দিয়ে চলছিল তারা টিকিট পেয়েছে তাহলে তো কর্মীদের রাগ হওয়া স্বাভাবিক ।"

কালনায় পুজো উদ্বোধনে এসে কর্মীদের সংযত হওয়ার বার্তা দেবাংশুর

প্রার্থী নিয়ে অসন্তোষের বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "এটা গণতান্ত্রিক দল । যারা প্রার্থীদের মেনে নিতে পারছে না তাদের নিশ্চয় অভিমান আছে । সেটাকেও মর্যাদা দিতে হবে । তবে কর্মীদের সংযত থাকা উচিত ।"

আরও পড়ুন :Bengal Civic Polls 2022 : তৃণমূলের প্রার্থী তালিকার প্রতিবাদে বর্ধমানে কর্মীদের বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details