পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেললাইন থেকে উদ্ধার শিক্ষকের ছিন্নভিন্ন দেহ - kalna teacher death body

রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷  তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷

প্রতীকী ছবি

By

Published : Aug 17, 2019, 11:51 PM IST

কালনা, 17 অগাস্ট : রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝখান থেকে ওই শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে কালনা GRP ৷

মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷ জানা গেছে, মলয়বাবু নাগরগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ৷ আজ সকালে কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝে স্থানীয়রা একটি ছিন্নভিন্ন দেখে পুলিশে খবর দেন ৷ কালনা GRP ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পরে তথ্যপ্রমাণ দেখে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ শনাক্ত করেন ৷

আরও পড়ুন: চিন্তন শিবিরের মাঝে জেলা সভাপতিকে সরানোর দাবি BJP কর্মীদেরই !

মৃতের পরিবার জানায়, আজ সকালে মলয় স্কুল গেলেও বাড়ি ফেরেনি । স্থানীয়দের দাবি, একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ওই শিক্ষকের ৷ মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মলয়বাবু আত্মহত্যা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details