কালনা, 17 অগাস্ট : রেললাইন থেকে এক শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল ৷ কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝখান থেকে ওই শিক্ষকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে কালনা GRP ৷
মৃত ওই শিক্ষকের নাম মলয় প্রামাণিক (36) ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মালতিপুর এলাকায় ৷ জানা গেছে, মলয়বাবু নাগরগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ৷ আজ সকালে কালনা-গুপ্তিপাড়া রেললাইনের মাঝে স্থানীয়রা একটি ছিন্নভিন্ন দেখে পুলিশে খবর দেন ৷ কালনা GRP ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পরে তথ্যপ্রমাণ দেখে মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ শনাক্ত করেন ৷