বর্ধমান, 28 এপ্রিল: বেশ কিছুদিন ধরে তীব্র দাবদাহের পরে বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিললেও বজ্রপাতের কারণে প্রাণ গিয়েছে 16 জনের । যা নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ । বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় আবহাওয়া দফতরও । ফলে তারা আগাম সর্তক হতে মানুষকে দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে ।
প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাবে দামিনী অ্যাপ ৷ অ্যাপ ডাউনলোড করার পরে নিজের লোকেশন জানালে সেই লোকেশন ধরে 20 কিলোমিটার ও 40 কিলোমিটার পরিধি পর্যন্ত বাজ পড়ার সম্ভাবনা কোন এলাকায় আছে এবং সেটা কতক্ষণের মধ্যে পড়তে পারে, সেই বার্তাও দিয়ে দেব অ্যাপ ।
বৃহস্পতিবার বজ্রপাতে যে 16 জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে 4 জন পূর্ব বর্ধমান জেলার, মুর্শিদাবাদের চারজন, পশ্চিম মেদিনীপুরের তিন জন, হাওড়ার তিন জন এবং উত্তর 24 পরগনার দুজন আছেন । 16 জনের মধ্যে যুবক 6 জন । পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি বছরে প্রায় দু হাজার মানুষ বজ্রাঘাতে প্রাণ হারান । এর মধ্যে গ্রামাঞ্চলে মৃত্যুর হার শহরাঞ্চলের থেকে অনেক গুণ বেশি ।
বজ্রপাতের আগে সতর্ক করবে দামিনী অ্যাপ তাই সাবধানে থাকতে ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের তরফে দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে । এই অ্যাপের মাধ্যমে বজ্রপাত কোথায় ও কখন হবে তার আগাম সর্তকবার্তা পাওয়া যাবে বলে জানা গিয়েছে । আবহাওয়া দফতরের তরফে সাবধানে থাকার জন্য বজ্রপাতের আগাম সর্তকবার্তা পেতে দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ।
কীভাবে মিলবে পূর্বাভাস ? জানা যাচ্ছে, ওই অ্যাপের মাধ্যমে 30 থেকে 40 মিনিট আগেই পূর্বাভাস পাওয়া যাবে যে কোন কোন এলাকায় বজ্রপাত হতে পারে । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কোনও নির্দিষ্ট এলাকার 20 কিলোমিটারের মধ্যে কোন এলাকায় বজ্রপাত হতে পারে সেই পূর্বাভাস দেবে এই অ্যাপ । 40 কিলোমিটার পরিধি জুড়ে সতর্কবার্তা পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে । বাজ পড়ে মৃত্যুর সংখ্যা ঠেকাতে এই অ্যাপ তৈরি করে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি ও আর্থ সিস্টেম সায়েন্স অর্গানাইজেশন ।
অ্যাপের মাধ্যমে লাল, হলুদ ও নীল সর্তকতা দেওয়া থাকে । সাত মিনিটের মধ্যে বজ্রপাতের সম্ভাবনা থাকলে লাল সতর্কতা, 14 মিনিটের মধ্যে বাজ পড়ার সম্ভাবনা থাকলে ওই লোকেশনে হলুদ সতর্কতা ও 21 মিনিটের মধ্যে বাজ পড়ার সম্ভাবনা থাকলে ওই জায়গায় নীল সতর্কতার চিহ্ন দেওয়া থাকবে । যদি বাজ পড়ার কোনও সম্ভাবনা না থাকে তাহলে কোনও বজ্রপাতের সতর্কতা নেই বলে ওই অ্যাপে জানানো হয় । বাংলা, ইংরাজি-সহ 15টি ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে ।
আরও পড়ুন:মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত দুই ভাই-সহ 3, হাসপাতালে চিকিৎসাধীন আরও 6