পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dainhat Municipal Chairman: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে (allegation against Dainhat Municipality Chairman) ৷ শুক্রবার পদত্যাগ করেছেন তিনি (Dainhat Municipal Chairman resigns) ৷

ETV Bharat
Dainhat Municipal Chairman

By

Published : Nov 4, 2022, 3:27 PM IST

Updated : Nov 4, 2022, 4:13 PM IST

কাটোয়া, 4 নভেম্বর :দলের নির্দেশে ইস্তফা দিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল (Dainhat Municipal Chairman resigns) । শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমাশাসকের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন । যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে (Allegation against Dainhat Municipality Chairman) ৷

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ৷ মনে করা হচ্ছে অভিষেকের নির্দেশের পরেই শুক্রবার পদত্যাগ করলেন শিশির মণ্ডল (TMC Leader Sisir Mondal)৷ তবে তৃণমূল সূত্রে খবর, এটাই শেষ সিদ্ধান্ত নয় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না-থাকলে দল তখন ফের বিষয়টি ভেবে দেখবে ।

দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

আরও পড়ুন: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

প্রসঙ্গত, সম্প্রতি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় (সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত) । অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণনগরের এক বেসরকারি লজে এক মহিলাকে বিশেষ পোশাক পরে আসতে বলেন এক ব্যক্তি । অভিযুক্ত ওই ব্যক্তির কন্ঠ শিশির মন্ডলের বলেই দাবি করা হচ্ছে । বিষয়টি জানাজানি হতেই, তৃণমূলের অন্দরে অস্বস্তি শুরু হয় ৷ এরপরেই শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷

Last Updated : Nov 4, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details