পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train cancellation on Burdwan: বর্ধমানে পুরনো রেলব্রিজ ভাঙার কাজের জেরে বন্ধ ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা - ট্রেন বন্ধ

রোজ লক্ষাধিক মানুষ জেলা থেকে পেশার তাগিদে আসে কলকাতা-সহ শহরতলীতে ৷ কিন্তু ট্রেন বন্ধের জেরে বেজায় বিপাকে পড়েছেন এইসব নিত্যযাত্রীরা (Train cancellation on Burdwan Line) ৷ বর্ধমান স্টেশন সংলগ্ন পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙার কাজ চলছে । এর জেরে চলতি মাসে বেশ কিছুদিন ধরেই বর্ধমান থেকে হাওড়া, আসানসোল, কাটোয়া, রামপুরহাট-সহ অন্যান্য লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে ।

Train cancellation
বর্ধমানে লাইনে ট্রেন

By

Published : Feb 9, 2023, 8:32 PM IST

পুরনো রেলব্রিজ ভাঙার কাজের জেরে বন্ধ ট্রেন

বর্ধমান/হুগলি, 9 ফেব্রুয়ারি: বর্ধমান লাইনে ট্রেন বন্ধের জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা (Daily commuters suffer due to train cancellation) ৷ বাস, অটোই এখন তাদের ভরসা ৷ এই অবস্থায় ভিড় বাসে ঠাসাঠাসি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হচ্ছে বর্ধমানবাসীদের ৷ ট্রেন বন্ধের জেরে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও ৷

জানা গিয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে বর্ধমান স্টেশন সংলগ্ন পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙার কাজ (Railway Bridge Work) । এর জেরে চলতি মাসে বেশ কিছুদিন ধরেই বর্ধমান থেকে হাওড়া, আসানসোল, কাটোয়া, রামপুরহাট-সহ বেশকিছু লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে । এমনটাই বিজ্ঞতি দিয়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার ব্রিজের উপরের একটা অংশের ভাঙার কাজ চলছে । ফলে এদিন সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । যার জেরে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ ।

বৃহস্পতিবার বর্ধমানবাসীদের কলকাতা, কাটোয়া ও আসানসোল যাওয়ার জন্য একমাত্র ভরসা বাস । সকাল থেকেই নবাবহাট, উল্লাস বাসস্ট্যান্ড-সহ বাকি জায়গাগুলিতে মানুষের ভিড় । বাস ধরতে গিয়ে তারা চরম সমস্যার মধ্যে পড়ছেন । প্রথমত যারা স্টেশনে ট্রেন ধরতে যেতেন তাদেরকে স্টেশন পর্যন্ত এসে টোটো অথবা মিনিবাস ধরে উল্লাস কিংবা নবাবহাট বাসস্ট্যাণ্ডে যেতে হচ্ছে । এরপর ট্রেন ধরার জন্য ফের বাস ধরে শক্তিগড় কিংবা মশাগ্রাম স্টেশনে যেতে হচ্ছে । একদিকে যেমন তাদের খুব সকালে বেরতে হচ্ছে, তেমনই যাত্রী বেশী হওয়ায় প্রচণ্ড ভিড় বাসের মধ্যে গাদাগাদি করে যেতে বাধ্য হচ্ছে সকলে ।

যদিও রেল দফতর সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ব্রিজের উপরের অংশ ভাঙার কাজ শুরু হয়েছে । আজ সেই অংশ ভাঙার কাজ শেষ হবে । ফলে ট্রেন বন্ধ না থাকলে ব্রিজ ভাঙার সময় সিমেন্টের চাঁই ভেঙে কিংবা বিদ্যুতের তার ছিঁড়ে বিপদের সম্ভাবনা থেকেই যায় । ফলে এ দিন হাওড়া, রামপুরহাট, আসানসোল-সহ সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে । এছাড়া বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনও পর্যন্ত বাতিল করা হয়েছে ।

নিত্যযাত্রী অমিতাভ চক্রবর্তী বলেন, "এরকম হয়েছে যে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে লোকাল ট্রেনে চাপতে হয়েছে । আবার লোকাল ট্রেনের টিকিট কেটে উপায় না থাকায় এক্সপ্রেস ট্রেনে উঠতে হয়েছে । আসলে আমাদের নিত্যদিন যাওয়া আসা করতে হয় । যেভাবে হোক কাজে য়েতে হবে ৷ আজ তো সারাদিন ট্রেন বন্ধ ৷ কিন্তু বেশ কিছুদিন ধরেই সব ট্রেন চলছে না । এরপরেও কোনরকম আমাদের জন্য ব্যবস্থা রাখা হয়নি ৷ সেই কারণে মশাগ্রাম এবং শক্তিগড় থেকে যাচ্ছি ৷ এখান থেকে কিছু ট্রেন চলাচল করছে । কাল থেকে কী হবে জানি না । একদিকে যেমন কাজ হচ্ছে, সেটা ভালো ৷ তবে তেমনই আমাদেরও ক্ষতি হচ্ছে । হাওড়া যাওয়ার জন্য বাসে করে শক্তিগড় আসতে হচ্ছে ৷ এরপর সেখান থেকে স্পেশাল ট্রেন ধরে হাওড়া যেতে হবে ।"

এদিন ব্যান্ডেল স্টেশন ছিল অন্যান্য দিনের তুলনায় বেশ কিছুটা ফাঁকা । যারা ট্রেন ধরে বর্ধমানে যাবেন তারাও পড়েছেন সমস্যায় । দু'একটা স্পেশাল ট্রেন চলছে । সেই ট্রেন ধরে শক্তিগড় যেতে হচ্ছে । সেখান থেকে বাস বা গাড়ি করে বর্ধমানে যেতে হবে । স্টেশনে ভিড় না-থাকায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা ।

ব্যান্ডেল স্টেশনে খাবারের দোকানদার রবি সাউ বলেন, "অন্যান্য দিনের তুলনায় আজ স্টেশন ফাঁকা । বর্ধমানে ব্রিজ ভাঙার কাজ চলছে । সেই কারণে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । কোনও কোনও ট্রেন শক্তিগড় পর্যন্ত যাচ্ছে । তাই এ দিন স্টেশনে সেভাবে কোন লোকজন নেই । যদিও রেল আগে থেকে ঘোষণা করে দিয়েছিল । তবুও এর ফলে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে ।" অন্য এক যাত্রী রঞ্জিত পাণ্ডে বলেন, "পানাগড় যেতে হবে কোম্পানির কাজে । যেহেতু কোনও ট্রেন নেই, একটা স্পেশাল ট্রেন চলছে । সেই ট্রেন ধরে শক্তিগড় পৌঁছব । সেখান থেকে বাস ধরে বর্ধমানে যাব । ফের পানাগড় যাওয়ার জন্য বাস ধরতে হবে বর্ধমান থেকে ।"

আরও পড়ুন:পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

ABOUT THE AUTHOR

...view details