পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

D.L.Ed প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের দাবিতে বিক্ষোভ বর্ধমানে - D L Ed প্রশিক্ষণ

বিক্ষোভকারীদের বক্তব্য, 2015 সালের প্রাইমারি TET পরীক্ষায় পাশ করেছিলেন ৷ কিন্তু D.L.Ed প্রশিক্ষণ না থাকায় তাদের নিয়োগ করা হয়নি ৷ শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে প্রায় 1200 জন প্রশিক্ষণ নেন ৷ তাদের দ্রুত নিয়োগ করতে হবে ৷

d.l.ed-trainees-are-showing-agitation
D.L.Ed প্রশিক্ষণ প্রাপ্তদের বিক্ষোভ

By

Published : Sep 29, 2020, 10:46 AM IST

বর্ধমান, 29 সেপ্টেম্বর : প্রাথমিকে TET উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল D.L.Ed প্রশিক্ষিত ঐক্য মঞ্চ । গতকাল দুপুরে ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় তারা ।

তাদের বক্তব্য, 2015 সালের প্রাইমারি TET পরীক্ষায় পাশ করেছিলেন ৷ কিন্তু D.L.Ed প্রশিক্ষণ না থাকায় তাদের নিয়োগ করা হয়নি ৷ শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে প্রায় 1200 জন প্রশিক্ষণ নেন ৷ তাদের দ্রুত অবিলম্বে নিয়োগ করতে হবে ৷

D.L.Ed প্রশিক্ষণ প্রাপ্তদের বিক্ষোভ ৷ দেখুন ভিডিয়ো...

তাদের আরও বক্তব্য, নতুন করে পরীক্ষা ছাড়াই 2015-র TET পরীক্ষার সাপেক্ষেই তাদের সরাসরি নিয়োগ করতে হবে ৷ সরকার ইতিমধ্যেই প্রায় 10 হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত করেছে এবং এরপর 8 হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চলতি বছরে যুক্ত হয়েছে । এর জন্য অনেক শূন্যপদ তৈরি হয়েছে । শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে তাদের নিয়োগের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আবেদন জানিয়েছেন তারা ।

D.L.Ed প্রশিক্ষিত তাপস পাল বলেন, "2015 সালে TET পাশ করেছিলাম কিন্তু সেই সময় D.L.Ed-র প্রশিক্ষণ ছিল না তাই মেধার ভিত্তিতে আমাদের নিয়োগ করা হয়নি । 2017 সালের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন 2015 সালে যারা TET পাশ করেছে তারা যদি পরবর্তীকালে D.L.Ed প্রশিক্ষণ নেয় তবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷"

তিনি আরও বলেন, "সারা রাজ্যে প্রায় 1200 জন D.L.Ed প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছি যাদের এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি ৷ আমরা অতি কষ্টে ধার দেনা করে প্রশিক্ষণ নিয়েছি । কোরোনা পরিস্থিতির জেরে আমরা গৃহশিক্ষকতা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি । আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ । তাই দ্রুত নিয়োগের জন্য আবেদন জানাচ্ছি ৷"

TET পরীক্ষায় উত্তীর্ণ মুনমুন রায় বলেন, "প্রাথমিক TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর D.L.Ed প্রশিক্ষণ গ্রহণ করি ৷ আমাদের 2015 সালের সাপেক্ষে আমাদেরকে নিয়োগ করতে হবে । শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা প্রশিক্ষণ নিয়েছি । বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো হলেও এখনও কোনও আশার আলো দেখতে পাইনি । তাই শিক্ষামন্ত্রীর মুখ চেয়ে আমরা বসে আছি ।"

ABOUT THE AUTHOR

...view details