বর্ধমান,27 মে : যশের প্রভাবে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে । জেলার 23 টি ব্লকেই কম-বেশি জলমগ্ন রয়েছে । বেশ কিছু এলাকায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে । জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ত্রাণ বিলির কাজ শুরু হয়ে গিয়েছে ।
জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনির্বাণ কোলে বলেন, "যশ ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্লক, পঞ্চায়েত স্তর ও পৌরসভার সমস্ত কর্মী ও আধিকারিকদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে সতর্ক করা হয়েছিল । তার ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে । এখনও পর্যন্ত জেলা থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা থেকে জানতে গিয়েছে কম-বেশি 23 টি জেলা ব্লকই জলমগ্ন রয়েছে । ফলে কিছু ফসলের ক্ষতি হয়েছে । এখনও পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেখানে জানা গিয়েছে 149 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ।
তিনি আরও বলেন, ঝড়-বৃষ্টিতে জেলায় 172 টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । জেলাজুড়ে 9 লাখ 70 হাজার 47 জনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছি । সেখানে তাদের খাওয়া-দাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছিল । আজও অনেকে সেখানে আছেন । আবহাওয়ার উন্নতি হলে তারা নিজে নিজের বাড়িতে ফিরে যাবেন । যশের দাপটে জেলায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত ক্ষতি হয়েছে । এক কোটি সাত লাখ টাকার বিদ্যুৎ সংক্রান্ত ক্ষতি হয়েছে বলে খবর ।