পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Crocodile : পূর্বস্থলীর ভাগীরথীতে কুমির, আতঙ্কে গ্রামবাসী - Crocodile found in Bhagirathi river at Purbasthali in Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-2 ব্লকের পিলা পঞ্চায়েতের শিমূলডাঙা এলাকায় ভাগীরথী নদীতে হঠাৎই দেখা মেলে একটি কুমিরের ৷ নদীতে হঠাৎ এমন কুমিরের আগমনে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ৷

Crocodile Found
ভাগীরথী নদীতে কুমির, আতঙ্কে গ্রামবাসীরা

By

Published : Nov 10, 2021, 7:39 AM IST

পূর্বস্থলী, 10 নভেম্বর : ভাগীরথী নদীর পাড়ে হঠাৎই দেখা মিলল একটি কুমিরের ৷ তারপরই গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-2 ব্লকের পিলা পঞ্চায়েতের শিমূলডাঙা এলাকায় । নদীতে কুমিরের উপস্থিতি রাতের ঘুম কেড়েছে গ্রামবাসীর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে শিমূলডাঙা এলাকায় ভাগীরথী নদীর পাড়ে একটি কুমির দেখতে পান গ্রামবাসীরা । সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও বিডিওকে । পূর্বস্থলী-2 ব্লকের বিডিও অফিসের তরফে যোগাযোগ করা হয় বন দফতরের সঙ্গে ৷ তবে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে ৷ সতর্ক করা হয়েছে গ্রামবাসীদেরও ৷

ভাগীরথী নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে

আরও পড়ুন: হাসপাতালের বেড থেকে পড়ল সদ্যোজাত, নার্সের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ

ভাগীরথী নদীতে আশপাশের গ্রামের বহু গ্রামবাসী স্নান করতে যান ৷ সেই নদীতেই এমন কুমিরের আগমনে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷ বনদফতরের আধিকারিক সুকান্ত ওঝা বলেন, "বেশ কিছুদিন ধরেই একটা ফ্রেস ওয়াটার ক্রোকোডাইল ভাগীরথী নদীতে দেখা যাচ্ছে । বনদফতরের আধিকারিকরা কুমিরটির উপরে নজর রেখেছে । কুমিরটিকে জল দিয়ে পাস করানোর চেষ্টা করা হচ্ছে । যদিও কুমিরটিকে না তোলা পর্যন্ত এলাকাবাসীদের আতঙ্ক কাটছে না ৷"

ABOUT THE AUTHOR

...view details