বর্ধমান, 27 জুলাই: মণিপুর নিয়ে উত্তাল দেশ ৷ এদিকে মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং জুতোপেটা করার অভিযোগ উঠেছে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমান শহরে মিছিল করে বাম সংগঠন ৷ একই দিনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেও একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ দু'টি বিরোধী দল প্রতিবাদে সরব হলেও মালদার ঘটনা নিয়ে তৃণমূল কোনও উচ্চবাচ্য করেনি । তা নিয়ে প্রশ্ন তুলেছে শহরবাসী ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন, মালদার ঘটনা মেয়েদের মধ্য়ে মারামারি ৷
এদিন বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান আঞ্চলিক কমিটি বিক্ষোভ দেখায় ৷ মণিপুরে প্রায় তিন মাস ধরে চলা সংঘর্ষ, দু'জন নারীকে বিবস্ত্র করে হাঁটানো, কোচবিহারে নাবালিকা স্কুল ছাত্রীর উপর অত্যাচার, মালদায় দুই মহিলাকে হাটের মধ্যে অত্যাচারের প্রতিবাদে সরব হয় ডিওয়াইএফআইয়ের কর্মী-সমর্থকরা ৷ কার্জনগেট চত্বরে পথসভা করে ৷
অন্যদিকে, মণিপুরের হিংসার প্রতিবাদে পথে নামে যুব তৃণমূল কংগ্রেস ৷ শহরের টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে তারা ৷ মিছিলটি শেষ হয় বর্ধমান রাজবাড়িতে ৷ মণিপুরে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল কংগ্রেস ৷ জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদারের অভিযোগ, মণিপুরে মহিলাদের উপরে অত্যাচার চলছে ৷ অথচ সেখানে বিজেপি সরকার দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ এর প্রতিবাদেই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷
আরও পড়ুন: মণিপুরের ঘটনার প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ মিছিল পড়ুয়াদের
তবে শাসকদলের দু'রকম ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শহরবাসী ৷ তাদের প্রশ্ন, মণিপুরে মহিলাদের উপরে যে অত্যাচারের ঘটনা সামনে এসেছে, তা লজ্জাজনক ৷ পাশাপাশি মালদাতেও মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে । এদিকে তৃণমূল মণিপুর নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ৷ কিন্তু মালদার ঘটনা নিয়ে চুপ কেন ?