পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prakash Karat: 'নোটবন্দি ভালো না মন্দ, তা আদালত ঠিক করতে পারে না': বামনেতা প্রকাশ কারাত - নোটবন্দি নীতিগত দিক দিয়ে খুবই খারাপ

সোমবার কেন্দ্রীয় সরকারের নোটবন্দি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দু'রকম রায় দিয়েছেন ৷ তবে রায় কেন্দ্রের পক্ষেই গিয়েছে ৷ এ নিয়ে কী বললেন প্রবীণ বাম নেতা প্রকাশ কারাত (Senior Left Front Leader Prakash Karat over Demonetization) ?

Prakash Karat
প্রকাশ কারাত

By

Published : Jan 3, 2023, 12:54 PM IST

বিজেপি, পঞ্চায়েত ভোট, নোটবন্দি, এ সবকিছু নিয়ে কী বললেন প্রকাশ কারাত ?

বর্ধমান, 3 জানুয়ারি: সামনে পঞ্চায়েত নির্বাচন ৷ তৃণমূল কংগ্রেসের পাশাপাশি গেরুয়া শিবির নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে ৷ আর রয়েছে বামদল ৷ তারা কি একা লড়বে, নাকি জোট বাঁধবে ? প্রতিটি রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি আলাদা ৷ তাই এখন থেকে কার সঙ্গে জোট হবে- তা বলা সম্ভব নয় ৷ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে ৷ রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে বামেদের জোট গড়া প্রসঙ্গে এই বার্তা দিলেন প্রবীণ সিপিএম নেতা প্রকাশ কারাত ৷ সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুবার্ষিকীর স্মারক বক্তৃতায় যোগ দেন তিনি (CPI(M) Leader Prakash Karat over BJP in Bengal) ৷

এদিন সাংবাদিকদের প্রকাশ কারাত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের সঙ্গে ছিলেন ৷ বাজপেয়ি সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি ৷ তৃণমূল এবং বঙ্গে রাজ্য সরকারের কাজ করার পদ্ধতির জন্য বিজেপি বাংলায় অনেক সুবিধা পেয়ে যাচ্ছে ৷" দেশে বেকারত্বের সংখ্যা 5 কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ সিএমআই (Centre for Monitoring Indian Economy, CMIE) সংস্থা ডিসেম্বরের শেষে জানিয়েছে, দেশে বেকারত্বের হার 8.4 শতাংশ, জানালেন বর্ষীয়ান বাম নেতা ৷

সোমবার, 2 জানুয়ারি, নোটবন্দি (2016 Demonetization) নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ভিন্ন রায় দিয়েছেন ৷ বিচারপতি বিভি নাগারত্ন (Justice BV Nagarathna) নোটবন্দিকে বেআইনি বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে বিচারপতি বি আর গাভাই (Justice BR Gavai) কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দিয়েছেন ৷

আরও পড়ুন: দলের টাস্ক নিয়ে তারকা সাংসদ-বিধায়কদের প্রতি নরম তৃণমূল নেত্রী

এ প্রসঙ্গে দেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক বলেন, "নোটবন্দির মতো কিছু বিষয় আছে, যেগুলি রাজনৈতিক দিক দিয়ে আমাদের লড়তে হবে ৷ এটা আদালতের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নয় ৷ তবে নোটবন্দি নীতিগত দিক দিয়ে খুবই খারাপ ৷ সেটা ভালো না মন্দ- এটা আদালত ঠিক করতে পারে না ৷ এটা রাজনৈতিক ভাবে মানুষ ঠিক করবে ৷" নোটবন্দির ফল কী, কী ক্ষতি বা সুবিধে হয়েছে- সেটা সবাই জানে ৷ অন্তত আদালত এর মধ্যে যেতে পারে কি না, তা জানেন না প্রকাশ কারাত ৷

রাজ্যে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন,"পঞ্চায়েত ভোটের আগে আমাদের দল রাজ্যের মানুষের কাছে যেতে চেষ্টা করছে ৷ গ্রামে গ্রামে মানুষ কাজ করতে পারে, তাদের অধিকার পেতে পারে সেদিকে আমরা নজর দিচ্ছি ৷ বিগত পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে আমরা আগাম তৈরি আছি ৷" এর আগের পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বামপ্রার্থীদের রুখে দেওয়া হয়েছিল ৷ তাই এবার আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানালেন বামনেতা ৷ কার সঙ্গে জোট হবে, তা বলা সম্ভব নয় ৷ তবে গত নভেম্বর মাস থেকে সংগঠন মজবুত করার কাজ শুরু হয়েছে ৷ তিনি বলেন, "আমাদের কর্মীরা বুথে বুথে ঘুরছে মানুষের কাছে যাচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details