পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Smearing Ink on TMC Hoarding: মমতা-অভিষেকের হোর্ডিংয়ে কালি, কাঠগড়ায় সিপিএম - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শাসকদলের হোর্ডিংয়ে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে ৷ কালনা পৌরসভার 8 নং ওয়ার্ডের ঘটনা ৷

ETV Bharat
মমতা ও অভিষেকের হোর্ডিংয়ে কালি

By

Published : Aug 8, 2023, 12:02 PM IST

কালনা, 8 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনাতে । সোমবার কালনা পৌরসভার 8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এই কালি মাখা হোর্ডিং দেখা যায় । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় সিপিএমের কর্মীরা যুক্ত আছে । যদিও সিপিএমের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে । তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ।

তৃণমূলের অভিযোগ, কালনা পৌরসভার 8 নং ওয়ার্ড সিপিএমের দখলে ছিল । পরে সেই ওয়ার্ডে জয় পায় তৃণমূল কংগ্রেস । সেই হার মেনে নিতে পারেনি সিপিএম । তাই তারা কাজে বাধা দিচ্ছে । তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী যে সব প্রকল্প এনেছেন সেগুলি সহ্য করতে না পেরে এই ধরনের ঘৃন্য কাজ করছে । সিপিএম ইঙ্গিত দিচ্ছে যে তারা যা খুশি করবে কেউ কিছু করতে পারবে না ।

আরও পড়ুন: মন্ত্রীর গায়ে কালি ছেটানোর ঘটনায় বরখাস্ত 10 পুলিশকর্মী

এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর রিনা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সকালে দেখি আমাদের কার্যালয়ের পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কালি লেপন করে দিয়েছে । থানায় ফোন করে জানাই । ছবিগুলো মেল করে পাঠাই । দলীয় নেতৃত্বকে জানাই । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । আমার মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে সিপিএমের কর্মীরা যুক্ত ।"

যদিও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন । সিসিটিভি থাকলে পুলিশ তদন্ত করে দেখুক । এই ধরনের ঘটনার সঙ্গে সিপিএমের কেউ যুক্ত নয় । তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠী কোন্দল বাড়ছে তার ফলে তার দলের কর্মীরাই এই ধরনের কাজ করতে পারে ।

আরও পড়ুন : পাঁশকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি ছেটানোর অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details