কাটোয়া, 24 এপ্রিল : হাসপাতালে নেই কোভিশিল্ড ভ্যাকসিন ৷ তাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসে হতাশ হয়ে ফিরলেন কয়েকশো মানুষ ৷ পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা ৷
ভোর হতে না হতেই আজ কাটোয়ার বিভিন্ন এলাকা থেকে ভ্যাকসিন নিতে উপস্থিত হন স্থানীয় মানুষজন ৷ কিন্তু টোকেন নেওয়ার কাউন্টার খুলতেই তাঁদের জানানো হয়, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না থাকায় কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে না । শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে । সেই কথা লিখে নোটিশও সাঁটিয়ে দেওয়া হয় । দূর দূরান্ত থেকে আসা মানুষরা চরম দুর্ভোগে পড়েন ৷ একে গরম, করোনার আতঙ্ক ৷ তার উপর অনেকেই রোজা রেখে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ৷ ক্ষুব্ধ মানুষগুলি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জানালে এমন দুর্ভোগে পড়তে হত না ।