বর্ধমান, 30 এপ্রিল : বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের ন'জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ সেই রিপোর্ট আসে । তাঁদের প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ । তাঁদের মধ্যে তিনজন চিকিৎসক, দু'জন জুনিয়র চিকিৎসক, দু'জন স্বাস্থ্যকর্মী, একজন নার্স ও একজন ক্যান্টিন ম্যানেজার ।
বর্ধমান ডেন্টাল কলেজের 9 জনের সোয়াবের নমুনার রিপোর্ট নেগেটিভ - East Burdwan
বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক আগেই কোরোনায় আক্রান্ত হয়েছেন । আর তাঁর সংস্পর্শে আসায় ন'জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ।
বর্ধমান ডেন্টাল কলেজ
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক হাওড়ার বাসিন্দা । তাঁর বাবা কোরোনায় আক্রান্ত । পরে ওই চিকিৎসক ও তাঁর বোনও কোরোনায় আক্রান্ত হন । তারপরই ওই চিকিৎসকের সংস্পর্শে আসা হাসপাতালের ন'জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়, ন'জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁদের বর্তমানে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।