শক্তিগড়(পূর্ব বর্ধমান),21 সেপ্টেম্বর:ছেলেকে ব্যবসা করবে বলে বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিলেন মা রেখা মালিক । এদিকে ছেলে রমেশ মালিক সেই লোনের টাকা নিয়ে উধাও । এর ফলে লোন শোধের জন্য সংস্থার পক্ষ থেকে রেখা মালিক ও তার স্বামীকে হেনস্থা করা হয় । অপমান সহ্য করতে না পেরে এদিন রেখা মালিক (56) ও স্বামী হেমন্ত মালিক (65) গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন । পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বড়শুল দক্ষিণ গোপালপুর এলকার ঘটনা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত হেমন্ত মালিক খেতমজুরের কাজ করতেন । রেখা মালিক পরিচারিকার কাজ করতেন । ছোট ছেলে রমেশ মালিকের ব্যবসা করে দেওয়ার জন্য প্রায় লক্ষাধিক টাকা একটা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন রেখাদেবী ৷ অভিযোগ, রমেশ সেই লোনের টাকা নিয়ে উধাও হয়ে যায় । এদিকে ঋণ শোধ করার জন্য ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে রেখা মালিককের উপর চাপ দেওয়া হয় । ভয়ে রেখা মালিক তার বাপের বাড়ি চলে যান । লোন সংস্থার লোকেরা সেখানেও ধাওয়া করে । এমনকী তাকে বাড়ি থেকে বের করে ঋণ পরিশোধের হুমকি দিতে থাকে। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরেই রেখা মালিক ও তার স্বামী হেমন্ত মালিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ।