পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের কোন্দলে উত্তপ্ত পৌরসভার বৈঠক, চেয়ারম্যানের দিকে উড়ে এল গ্লাস - glass thrown

কাটোয়া পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে কাচের গ্লাস ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের কাউন্সিলরদের বিরুদ্ধে ।

উত্তপ্ত পৌরসভার বৈঠক

By

Published : May 28, 2019, 5:33 PM IST

Updated : May 28, 2019, 5:48 PM IST

কাটোয়া, 28 মে : কাটোয়া পৌরসভায় মাসিক বৈঠক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল । পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে কাচের গ্লাস ছোড়া হল । এই ঘটনায় তৃণমূলের কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে রবীন্দ্রনাথবাবুর অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল তৃণমূলের কাউন্সিলর অমর রাম এবং আরও কয়েকজন ।

অমর রাম সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ আনেন রবীন্দ্রনাথবাবুর বিরুদ্ধে । অমরবাবুর অভিযোগ, একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত রবীন্দ্রনাথবাবু । তাই কাটোয়া পৌরসভা এলাকায় লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস লিড পায়নি ।

আজ বৈঠক শুরু হতেই অমরবাবু মাইক্রোফোন ব্যবহার করতে বলেন চেয়ারম্যানকে । তিনি জানান, মাইক্রোফোন ব্যবহার না করায় তিনি চেয়ারম্যানের কথা শুনতে পাচ্ছেন না । এনিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । তারপর বচসায় কাউন্সিলরদের দুইপক্ষ জড়িয়ে পড়ে ।

দুইপক্ষের মধ্যে বচসা চলাকালীন অমর রাম ও আরও দুই কাউন্সিলর চেয়ারম্যানের কাছে গিয়ে তাঁর টেবিল চাপড়াতে শুরু করেন । সেই সময় চেয়ারম্যানকে লক্ষ্য করে গ্লাস ছোড়া হয় বলে অভিযোগ । যে তিনজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তাঁরা দীর্ঘ তিন মাস পৌরসভায় আসেননি বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।

Last Updated : May 28, 2019, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details