পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 6,952 - বর্ধমান

পূর্ব বর্ধমানে গত 24 ঘন্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 61 জন ।

Coronavirus total cases in East burdwan
পূর্ব বর্ধমান এ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাত হাজার ছুঁই ছুঁই

By

Published : Oct 26, 2020, 9:59 PM IST

বর্ধমান, 26 অক্টোবর : পূর্ব বর্ধমান কোরোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে 61 জন । পূর্ব বর্ধমান জেলায় মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6 হাজার 952 জন । জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মোট 99 জনের মৃত্যু হয়েছে ।

সুস্থ হয়ে উঠেছে 6 হাজার 230 জন । 623 জন সক্রিয় আক্রান্ত । 538 জন কোয়ারানটিন সেন্টারে রয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 354 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । এছাড়া অন্য রাজ্য থেকে ফিরে কোয়ারানটিনে রয়েছে 27 জন ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, যে 61 জন কোরোনায় আক্রান্ত হয়েছে তাঁদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকার তিনজন, কাটোয়া পৌরসভার একজন, কালনা পৌরসভার 10 জন, মেমারি পৌরসভা এলাকায় তিনজন, ভাতার ব্লকের তিনজন, বর্ধমান-1 ব্লকের একজন, বর্ধমান-2 ব্লকে দু'জন, গলসি-1 ব্লকে একজন, জামালপুর ব্লকের দু'জন,
কালনা-1 ব্লকের তিনজন, কালনা-2 ব্লকের ন'জন, কাটোয়া-1 ব্লকের দু'জন, কাটোয়া-2 ব্লকের একজন, মন্তেশ্বর ব্লকের তিনজন, মঙ্গলকোট ব্লকের দু'জন, মেমারি-1 ব্লকের তিনজন, মেমারি-2 ব্লকের চারজন, পূর্বস্থলী-1 ব্লকের চারজন, পূর্বস্থলী-2 ব্লকের চারজন রয়েছে ।

আক্রান্তদের মধ্যে 13 জনের দেহে উপসর্গ মিলেছে । বাকি 48 জন উপসর্গহীন । এছাড়া আক্রান্তদের মধ্যে দু'জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে । বাকি 59 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলায় সুস্থতার হার 89.61 শতাংশ, মৃত্যুর হার 1.43 শতাংশ ।

ABOUT THE AUTHOR

...view details