পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সভাপতিকে না জানিয়ে টিকাকরণ, আউসগ্রামে বিডিও অফিসে সাময়িক বন্ধ করোনা টিকাকরণ - আউশগ্রাম এক বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতিকে না জানিয়ে চলছিল করোনা টিকাকরণ

আউশগ্রাম এক বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতিকে না জানিয়েই চলছিল করোনা টিকাকরণ ৷ তিনি বিডিও অফিসে এসে বিষয়টি জানতে পারেন ৷ কাদের টিকা দেওয়া হচ্ছে সেবিষয়ে অফিসের কর্মীদের জিজ্ঞাসা করলেও কেউ কিছু বলতে পারেনি ৷ এরপর অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন তিনি ৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

আউশগ্রাম এক বিডিও অফিস
আউশগ্রাম এক বিডিও অফিস

By

Published : May 30, 2021, 8:48 AM IST

আউশগ্রাম, 30 মে : সভাপতিকে না জানিয়েই বিডিও অফিসে চলছিল করোনা টিকাকরণ । এই অভিযোগ তুলে শনিবার আউশগ্রাম এক বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে দিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি । গুসকরায় বিডিও অফিসের গেটে তালা ঝোলানো নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য অফিসের মধ্যেই আটকে পড়েন কয়েকজন কর্মী ও স্বাস্থ্যকর্মী। পরে ঘটনাস্থলে অফিসের বড়বাবু আসলে মনোরঞ্জনবাবু তালা খুলে দেন। ।


27 মে থেকে আউশগ্রামে প্রথম ডোজের টিকাকরণ শুরু করা হয়েছে । অন্যদিকে, 29 মে দুপুর 12 টা নাগাদ বিডিও অফিসে টিকাকরণ শুরু হয় ৷ অথচ বিষয়টি জানতেনই না মনোরঞ্জনবাবু ৷ তিনি অফিসে এসে দেখেন টিকাকরণ চলছে ৷ যাঁরা টিকা দিচ্ছিলেন , তাঁদের বারবার জিজ্ঞাসা করেও উত্তর পাননি ৷ তখনই তিনি অফিসের গেটের সামনে তালা ঝুলিয়ে দেন ৷ বন্ধ হয়ে যায় টিকাকরণ ৷

এবিষয়ে তিনি বলেন," বিডিও সাহেব কোভিড আক্রান্ত হয়ে ছুটিতে আছেন । অফিসে আমার কথা হয়েছিল শনিবার টিকাকরণ বন্ধ রাখা হবে । আলোচনার পরেও কেন শনিবার টিকাকরণ শুরু হল তা জানতে চাই আমি ৷ কিন্তু কোনও সদুত্তর পাইনি ৷ এমনকি কাদের টিকা দেওয়া হচ্ছে সেবিষয়ে অফিসের কর্মীদের জিজ্ঞাসা করলেও কেউ কিছু বলতে পারেনি ৷ এরপর আমি অফিসের গেটে তালা লাগিয়ে দিই । "

আরও পড়ুন :করোনা বিধিকে বুড়ো আঙুল, কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি বিডিও অফিসের বড়বাবু অরূপ হাটি । এবিষয়ে তিনি বলেন, " আমি অফিস থেকে বাড়ি যাবার পরে কি হয়েছে বলতে পারব না । আমি কিছু জানি না।"

ABOUT THE AUTHOR

...view details