পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি আরও 12 - corona situation

কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন 28 জন । ভরতি হয়েছেন আরও 12জন । গত 24 ঘণ্টায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : May 7, 2020, 9:39 PM IST

বর্ধমান, 7 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে গত 24 ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি । ফলে কিছুটা হলেও স্বস্তিতে স্বাস্থ্য বিভাগ । তবে ওই হাসপাতালে এখনও ভরতি রয়েছেন 28 জন ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় বর্ধমানের কোরোনা হাসপাতালে 12 জনকে ভরতি করা হয়েছে । ন'জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে । বর্তমানে হাসপাতালে 28জন ভরতি রয়েছেন । এদের মধ্যে ন'জনকে CCU-তে রাখা হয়েছে । আটজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে । এছাড়া ভেন্টিলেশনে রয়েছেন দু'জন । তবে, গত 24 ঘণ্টায় কেউ মারা যায়নি ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালগুলিতে মোট 295 জন ভরতি ছিলেন । এদের মধ্যে তিনজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

ABOUT THE AUTHOR

...view details