পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের হদিস - পূর্ব বর্ধমানে কোরোনা

পূর্ব বর্ধমানের জেলা শাসক জানিয়েছেন, ওই রোগীর স্যাম্পেল পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারানটাইনে পাঠানো হবে ।

aa
পূর্ব বর্ধমান

By

Published : Apr 19, 2020, 2:42 PM IST

বর্ধমান, 19 এপ্রিল : এবার পূর্ব বর্ধমানে এক COVID-19 পজ়িটিভের সন্ধান মিলল। তাঁকে দুর্গাপুরের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

যে গ্রামে ওই ব্যক্তির বাড়ি সেই গ্রামটিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ । গ্রাম থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না । ওই গ্রামেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে । প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন ঘরের বাইরে না বের হন ।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । তবুও আটকানো যাচ্ছে না সংক্রমণ । এবার পূর্ব বর্ধমানেও আক্রান্তের খোঁজ পাওয়া গেল। জেলা শাসক বিজয় ভারতী বলেন, "যেসব স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে একজন রোগীর রিপোর্টে পজ়িটিভের উল্লেখ রয়েছে । ওই রোগীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে । প্রত্যেককে কোয়ারানটাইনে পাঠানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details