পূর্ব বর্ধমান, 16 জুলাই:পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের পরে গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল । এ বার গণনায় কারচুপির কথা প্রসঙ্গে একটা অডিয়ো ক্লিপ ভাইরাল হল (অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। অডিয়োতে কথোপকথন শুনে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাবার্তা বলেই দাবি করছে বিরোধীরা ।
অডিয়ো ক্লিপে বলতে শোনা গিয়েছে, ক্ষেতিয়া ও বাঘাড় গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী জিতলেও সেই ভোটের ফল বদলে দেওয়া হয়েছে । তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, তাঁদের মধ্যে একজন হচ্ছেন বর্ধমান 1নং ব্লকের তৃণমূল কর্মী তন্ময় ঘোষ ও অপরজন তৃণমূল কর্মী শেখ সুকুর । বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে । তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
সিপিআইএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, "অডিয়ো ভাইরাল হয়েছে । যেখানে তৃণমূল নেতার কথোপকথনে ভোট লুট নিয়ে কথাবার্তা হয়েছে । শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে । তাতে প্রিসাইডিং অফিসারের সই করা আছে । আমাদের এজেন্টদের মারধর করেছে । গণনাকেন্দ্রে ঢুকতে দেয়নি । জনগণের মতের কোনও প্রতিফলন এই গণনার মধ্যে নেই ।"