পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভগিনীপতিকে ছুরির কোপ, তদন্তে পুলিশ - ভগ্নিপতিকে ছুরির কোপ

ভগ্নিপতিকে কোপাল শ্যালক । মৃতকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

ভগিনীপতিকে ছুরির কোপ, তদন্তে পুলিশ
ভগিনীপতিকে ছুরির কোপ, তদন্তে পুলিশ

By

Published : Jan 13, 2021, 10:10 PM IST

কালনা, 13 জানুয়ারি : বোনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের জেরে যুবককে খুন । এমনই অভিযোগ উঠল কালনা থানার কল্যাণপুর গ্রামের বাসিন্দা হাশেম খাঁয়ের বিরুদ্ধে । গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে । ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ।

মৃতের নাম নাজির শেখ(34) । নাজির ও হাশেম সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক । স্থানীয় সূত্রে জানা গেছে, হাশেমের বোনের সঙ্গে নাজির শেখের বিবাহ হয় । পরে পারিবারিক অশান্তির জেরে বিবাহ-বিচ্ছেদ ঘটে । এছাড়া মেয়ের পরিবারের দাবি মতো টাকা ফেরতের প্রতিশ্রুতিও দেয় নাজির ।

আরও পড়ুন : গণধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে, দাবি বিজেপির

গতরাতে নাজিরকে হাশেম সাতগাছিয়া বটতলার কাছে ডেকে পাঠায় । তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় । সেই সময় হাশেম হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে নাজিরের গলায় কোপ মারতে থাকে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে নাজির ।

কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । অন্যদিকে ঘটনার পর থেকে ঘরছাড়া হাশেম । আজ নাজিরের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।

আরও পড়ুন : 2 বছরের নাতনিকে খুনের অভিযোগ দাদুর বিরুদ্ধে

নাজিরের পরিবারের তরফে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এখনও পর্যন্ত কাউকে পুলিশি হেপাজতে নেয়নি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details