আউশগ্রাম, 25 জুন : জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ জন বারলা । এই দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন আউশগ্রামের বাসিন্দা রাধামাধব মণ্ডল । পাশাপাশি তিনি ই-মেলে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও অভিযোগ করেছেন ।
এই বিষয়ে রাধামাধব মণ্ডল বলেন, "যেভাবে বিজেপি সাংসদরা বঙ্গভঙ্গের চক্রান্ত করছেন সেটা মেনে নেওয়া যায় না । আউশগ্রাম জঙ্গলমহল এলাকা । আমরা ভাগাভাগি চাই না । তাই জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি ।"
তিনি আরও বলেন, "সৌমিত্র খাঁয়ের বক্তব্যের জেরে বাংলা জুড়ে অশান্তি হতে পারে ৷ জঙ্গলমহলেও আবার অশান্ত ছড়াতে পারে । তিনি একজন জনপ্রতিনিধি । তাই তাঁর মন্তব্যের জেরে বাংলার অখণ্ডতার ওপর আঘাত আসতে পারে । এটি দেশদ্রোহের কাজ । একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলাও । তাঁর বক্তব্যের জেরে উত্তপ্ত হতে পারে উত্তরবঙ্গ ।"