কালনা, ৩ মার্চ : পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উঠল কালনা কলেজের এক ছাত্রীর বিরুদ্ধে। ওই ছাত্রীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ওই ছাত্রী BJP সমর্থক হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এটা করেছে। যদিও অভিযুক্ত ছাত্রীর দাবি, বন্ধুদের সঙ্গে মজা করতেই এরকম করেছেন তিনি।
স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল কালনা কলেজে BA থার্ড ইয়ারের টেস্ট পরীক্ষা ছিল। এডুকেশনের পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই পরীক্ষার প্রশ্নপত্র সহ ওই ছাত্রীকে ফেসবুক লাইভে দেখতে পান অনেকেই। বিষয়টি নজরে এলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে জানান। পরীক্ষাকেন্দ্রের সাত নম্বর ঘরে গিয়ে ওই ছাত্রীকে তাঁরা শনাক্ত এবং পরে আটক করেন।