পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Speaks on Agnipath: অগ্নিপথকে উজ্জ্বলা গ্যাসের সঙ্গে তুলনা করে কেন্দ্রকে তোপ মমতার - অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

সোমবার বর্ধমানে কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ৷

CM mamata banerjee on Agnipath
অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

By

Published : Jun 27, 2022, 5:32 PM IST

Updated : Jun 27, 2022, 8:28 PM IST

বর্ধমান, 27 জুন: সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের শাসক দল বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee criticises BJP)। সোমবার বর্ধমানে কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে অগ্নিপথ প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "আমাদের একটাই লক্ষ্য মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা, চাকরি সৃষ্টি করা । বিজেপি'র মতো নয় । ওরা বলছে ট্রেনিং নেওয়ার পরে তোমার চাকরির মেয়াদ 4 বছর । তারপর তুমি কোথায় যাবে ? তখন কি তুমি ললিপপ খাবে ? ওদেরকে জিজ্ঞাসা করুন । 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উজ্জ্বলা গ্যাসের মতোই চার বছরের চাকরির কথা বলছে । আমরা বলছি ওই চাকরি চার বছর নয় 60 বছর বয়স পর্যন্ত চাকরি দিতে হবে, প্রয়োজনে 65 পর্যন্ত করতে হবে ।"

আরও পড়ুন : শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে দিনহাটায় অবরোধ তৃণমূলের

সোমবার বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন গোদার মাঠে 'কৃষক বন্ধু' প্রকল্পের খারিফ মরশুমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । একশো দিনের কাজ প্রকল্প নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

4 বছর নয় 60 বছর বয়স পর্যন্ত চাকরি দিতে হবে, অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

তিনি বলেন, "আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি বিজেপির লোকেরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে । কত কষ্ট করে একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকরা কাজ করে । আমাদের এখান থেকে যেসব টাকা কেন্দ্র তুলে নিয়ে যায় । তার একটা ভাগ আমরা পাই । ওরা যে বলছে ওটা ওদের টাকা, সেটা কিন্তু নয় । কিন্তু গত ছয় মাস ধরে বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না । আমরা চাই, অবিলম্বে 100 দিনের কাজের টাকা দাও, না-হলে এখান থেকে বিদায় নাও । গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না । বাংলার বাড়ি প্রকল্প নিয়েও ওরা গন্ডগোল করছে । অথচ গুজরাত, উত্তরপ্রদেশে তাদের নামে বাড়ি আছে আর বাংলার নামে বাড়ি থাকলে যত আপত্তি । আর নির্বাচন এলেই বাংলায় এসে বড় বড় কথা বলে । বাংলাকে ভাগাভাগি করার চেষ্টা করবে, হিংসা ছড়ানোর চেষ্টা করবে ৷ এটা আমরা হতে দেব না ।"

Last Updated : Jun 27, 2022, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details