বর্ধমান, 28 জুন: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরে গোদার মাঠে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন । হঠাতই সে সময় তিনজন প্রাইমারি টেট উত্তীর্ণ তিন যুবতী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাই লিখে প্ল্যাকার্ড ধরে নজরে আসেন । সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়েও নেয় । কিন্তু বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর । পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাঁদের ডেকে পাঠান । তাঁদের সমস্যার কথা শুনে বিষয়টি মন্ত্রী মলয় ঘটককে দেখতে বলেন । মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি টেট উত্তীর্ণ ওই তিন যুবতী (CM Mamata Banerjee assures the TET Passed Students)।
আরও পড়ুন :2014 সালের চাকরি প্রাপকদের নথি খুঁজতে কালঘাম ছুটছে আধিকারিকদের
টেট উত্তীর্ণ সোমা কর বলেন, "2014 সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র পাইনি । আজ আমার হাত ভেঙেছে কলার বোন ভেঙেছে ওনার সঙ্গে দেখা করতে গিয়ে । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়েই আমার এই অবস্থা । আমি মার্চ মাস থেকে বিছানায় পড়েছিলাম । আমরা দেখা করতে চেয়েছিলাম কারণ আমরা টেট উত্তীর্ণ হওয়ার পরেও এখনও পর্যন্ত নিয়োগপত্র পাইনি । পর্ষদের চেয়ারম্যান মানিকবাবু ইচ্ছাকৃতভাবে আমাদের নিয়োগ করেননি । মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করে জানান, উনি আমাদের সঙ্গে আছেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেছেন। মন্ত্রী মলয় ঘটক আমাদেরকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন । গোটা রাজ্য জুড়ে প্রায় সাড়ে আট হাজার জন এইভাবে নিয়োগপত্র পায়নি । মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করে আইনি পথে যেতে বলেছেন ।"
টেট উত্তীর্ণদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থী স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, "2014 সাল থেকে আমরা পাস করে বসে আছি কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র পাইনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পেরে আমরা খুশি । এখন কাজ কতটা হয় সেটাই দেখার । মুখ্যমন্ত্রী আশা দেখিয়েছিলেন আমরা আশার আলো দেখেছিলাম । এখন দেখা যাক ।"