ভাতার, 29 এপ্রিল: পূর্ব বর্ধমান জেলার মাহাতা গ্রাম পঞ্চায়েতের ঝারুল গ্রামে একটি রাস্তা নিয়ে বচসা বাধে দুই পরিবারের মধ্যে । ধীরে ধীরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ এর জেরে জখম হন ছ'জন । তাঁদের মধ্যে তিনজনকে ভাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
ঝারুল গ্রামের 2042 দাগ নম্বরে রয়েছে একটি রাস্তা । সেই রাস্তা নিয়ে বিল্লাল মল্লিক ও শেখ সুকুরের মধ্যে 10 বছর ধরে ঝামেলা চলছিল ৷ চলছে মামলাও ৷ আজ তা চরমে ওঠে ।