গলসি, 22 অক্টোবর : বালিঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসির রামনগর এলাকা । এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ । আজ সকালের এই ঘটনায় মোট সাতজন জখম হয়েছেন । জখমদের পুরশা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । যদিও তৃণমূলের দাবি, ব্যক্তিগত ঝামেলার জেরেই গণ্ডগোল ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।
এদিকে স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের যুব সভাপতি পার্থসারথি মণ্ডলের অনুগামী সাগর শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিল্যা গ্রামে অবৈধ বালিঘাট চালানোর অভিযোগ রয়েছে । তার মদতেই দীনবন্ধু দাস বৈরাগ্য নামে এক ব্যক্তি বালির কারবার চালাচ্ছিল । দীনবন্ধুও তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে ।
কিছুদিন আগে অবৈধ বালিঘাট চালানোর অপরাধে দীনবন্ধু দাস বৈরাগ্যকে গলসি থানার পুলিশ গ্রেপ্তার করে । দিন কয়েক আগে জামিনে মুক্তি পায় দীনবন্ধু । দীনবন্ধু মুক্তি পেতেই সাগরের সঙ্গে তার ঠাণ্ডা লড়াই শুরু হয় । আজ সকালে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । ব্যাপক বোমাবাজি হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় গলসি থানার পুলিশ।
বালিঘাট দখল ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও পড়ুন : গলসিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ, জখম 2
তৃণমূল কর্মী সাগর শেখের অভিযোগ আজ সকালে মোটর সাইকেল করে বাজার যাওয়ার সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকেরা তার পথ আটকায় । তাকে মাটিতে ফেলে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ । তিনি বলেন, "বাড়ি থেকে বাইকে চেপে সবজি কেনার জন্য বাজারে যাচ্ছিলাম । রাস্তায় পনেরো-কুড়ি জন লাঠি নিয়ে হামলা চালায় । প্রথমে আমার মুখে হঠাৎ গামছা বেঁধে দেয় এরপর মুখ ঢাকা অবস্থা মাটিতে ফেলে বেধড়ক মারধর করে । আমার দুই পা ভেঙে দেয় ,হাত ভেঙে দেয় । দশ বারো জনকে চিহ্নিত করেছি । তারা গ্রামের ছেলে । রাজনীতি করছি বলে ব্যক্তিগত হিংসায় তারা মেরেছে । তারা নতুন করে তৃণমূল করছে । আগে তাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখা যেত না ।"
আরও পড়ুন : সরকারি চাল বণ্টনের অধিকার নিয়ে বোমাবাজিতে উত্তপ্ত গলসি
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে কোনও গন্ডগোলের ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।পুলিশ সূত্রে জানা গেছে রামনগর এলাকায় একটা গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে গেছে । তবে বোমাবাজির কোনও ঘটনা ঘটেনি ।