পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে পুলিশের সঙ্গে SFI সদস্যদের ধস্তাধস্তি

বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল SFI । বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোঁড়ার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ ।

SFI

By

Published : Sep 15, 2019, 10:28 PM IST

Updated : Sep 15, 2019, 11:59 PM IST

বর্ধমান , ১৫ সেপ্টেম্বর : বামেদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে বর্ধমান শহরের কার্জনগেটে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল SFI । আজ বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় । পুলিশ 7 জন SFI সদস্যকে আটক করে ।


বিক্ষোভকারীদের বক্তব্য, বিকালে শহরের কার্জনগেটে পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল তারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানাতে থাকে । হঠাৎ পুলিশ আসে ৷ বিক্ষোভকারীদের বাধা দেয় ৷ প্রথমে বিক্ষোভকারীরা পুলিশের হাতে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করে । কেউ কেউ GT রোডের উপর শুয়ে পড়ে স্লোগান দিতে থাকে । পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় । এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।

বিক্ষোভকারীরা আরও বলে, শান্তিপূর্ণ বিক্ষোভ করাই তাদের উদ্দেশ্য ছিল । কোনওরকম বচসা বা হিংসা না করে পুলিশের হাতে গোলাপ ফুল দিয়ে প্রতিবাদ করাই তাদের লক্ষ্য ছিল । কিন্তু পুলিশ তাদের মারধরের পর গ্রেপ্তার করে নিয়ে যায় ।

দেখুন ভিডিয়োয়
Last Updated : Sep 15, 2019, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details